Free Master Card ফ্রী নেটলার মাস্টার কার্ড(NetellerMasterCard)এবং যেভাবে MasterCard Active করবেন

Monday, 15 July 2013
নেটলার মাস্টার কার্ড বিষয়ে আমার আগে একটা টিউন প্রকাশিত হলেও , TT এর নিতিমালা অনুযায়ি না হয়ায় বাতিল হয়। এবার এক্টিভেশন সহ  টিউন করছি  । নেটলার মাস্টার কার্ড কে  Payoneer এর ভালো বিকল্প  হিসেবে ধরা  যায় ।Payoneer এর মত আপনি সব কিছুই এটা দিয়ে করতে পারবেন । এতে আপনার কোন  monthly or annual ফি নেই । এতে আপনি  ভারচুয়াল মাস্টার কার্ড এর সুবিধা পাবেন যা আনভেরিফাইড   একাউণ্ট  হলেও পাবেন  । যাই হোক এবার আসল কাথায় আসা যাক ,কিভাবে নেটলার এর মাস্টার কার্ড পেতে হবে  তার  নিয়মাবলি  নিচে দেওয়া হল  :
১ .প্রথমে  আপনাকে  একটা  একাউণ্ট খুলতে হবে ।আর এখানে আমি একাউণ্ট খুলতে Government আইডি কার্ড ব্যাবহার করব । লিঙ্ক নিচে দেওয়া হল
২ .সাইন আপ অপশন এ গেলে আপনি নিচের ছবির মত দেখতে পাবেন ।
এখানে  কান্ট্রি ,মেইল আড্রেস , ডিজেয়ার একাউন্ট কারেন্সি  এগুলো পূরন করুন । তারপর  কন্টিনিউ  তে ক্লিক করুন ।
৩ .  এবার আপনি নিচের মত দেখতে পাবেন ।
এখানে আপনার  first নেম , লাস্ট নেম , স্ট্রিট আড্রেস , সিটি  ,রিজন  , পোস্টকোড , ফোন নাম্বার , জন্ম তারিখ  ইত্যাদি  ডাটা  আপনি যে Government আইডি কার্ড দিয়ে খুলতে চান  ঠিক তার মত হতে হবে । এটা খুবই গুরুত্তপূর্ন । ডাটা সঠিক না হলে আপনার একাউণ্ট এপ্রুভ হবে না ।
৪ . তারপর  কন্টিনিউ  তে ক্লিক করুন । নিচের মত দেখতে পাবেন ।
এই  পেজ টি সেভ করে রাখুন ।একাউণ্ট আইডি এবং সিকিউরড আইডি  দুটি আপনার কাজে লাগবে । এবার আপনি আপনার মেইল এ গিয়ে দেখতে পবেন কনফ্রিমেশন মেইল. নিচের মত করে ।

সাইন ইন করুন ।
৫ .এবার নিচের মত দেখতে পাবেন ।
 এখানে net+card এ ক্লিক করুন । তারপর ,নেটলার অথরিটি  আপনার  আইডেনটিটি ভেরিফাই  করতে বলবে ।
ভেরিফাই ইওর  একাউণ্ট এ ক্লিক করুন ।তারপর  সাবমিট  ইওর আইডেনটিটি  ডকুমেন্টস  পেজ দেখতে পাবেন ।
এখানে ডকুমেন্ট টাইপ   সিলেক্ট  করুন Government আইডি কার্ড এবং ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড  এর স্ক্যান্ড কপি আপলোড করুন  ।
৬ .  আপলোড শেষ হলে  সাবমিট  আপলোড ডকুমেন্ট এ  ক্লিক করুন  ।
সব ঠিক থাকলে তিন দিনের ভিতর আপনার  আপ্লিকেশন এপ্রুভ হবে ইনশাল্লাহ । এপ্রুভড মেসেজ আপনার মেইল এ পাবেন  ।
নেটলার মাস্টার কার্ড আসতে যত দিন লাগবে তত দিন আপনি আপনার প্রয়জনীয় কাজ চালাতে পারবেন নেটলার ভারচুয়াল কার্ড এর মাধ্যমে । এটা কোনো  প্লাস্টিক কার্ড না । যে সব ওয়েব সাইট  এ মাস্টার কার্ড এর সুবিধা আছে সেসব সাইট এ আপনি এটা দিয়ে কাজ চালিয়ে যেতে পারবেন । ভারচুয়াল কার্ড এর নাম্বার পেতে  আপনার সিকিউরড আইডি লাগবে ।   আপনি  নেট+কার্ড এ ক্লিক করলে ভারচুয়াল কার্ড এর অপশন  পাবেন , যেখানে এন্টার ইওর সিকিউরড আইডি এবং আইডি এর জন্যে টেক্সট ফিল্ড দেখাবে ,সেখানে সিকিউরড আইডি দিয়ে  View Card Number এ ক্লিক করুন ।

[নোট :  নেটলার ভারচুয়াল কার্ড এর নাম্বার  আপনি আনভেরিফাইড  অবস্থাতেও পাবেন ]

last
তারপর আপনি আপনার Virtual Card এর নাম্বার দেখতে পাবেন । এটা দিয়ে আপনি  ইন্টারনেট এর  সব  কাজ চালাতে পারবেন ।তারপর যখন  আপনার প্লাস্টিক কার্ড হাতে পাবেন  তখন  সেটা  এক্টিভ  করুন আর নেটলার মাস্টার কার্ড এর সুবিধা উপভোগ করুন  । এবার যেভাবে প্লাস্টিক মাস্টার কারড এক্টিভ করবেন তা দেখাব । এটা খুবই সহজ কাজ ।
->>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
যখন  আপনি net+card এ ক্লিক করবেন এক্টিভ দিস কার্ড অপশন পাবেন । সেখানে ক্লিক করলে কার্ড নাম্বার ও CVV নাম্বার চেয়ে দুটো টেক্সট ফিল্ড আসবে । CVV নাম্বার আপনি কার্ড এর পেছনে পাবেন তিন ডিজিটের নাম্বার শেষে থাকে যেটা । 
          
আজ এখানেই শেষ  করলাম ।  সবাই ভাল থাকুন ।


From

কীভাবে অফলাইন ও অনলাইনে জিডি করবেন

Saturday, 29 September 2012

জিডি শব্দটি জেনারেল ডায়েরীর সংক্ষিপ্ত রুপ। প্রতিটি থানায় এবং ফাঁড়িতে একটি ডায়েরীতে ২৪ ঘন্টার খবর রেকর্ড করা হয়। প্রতিদিন সকাল আটটায় ডায়েরী খুলে পরের দিন সকাল আটটায় বন্ধ করা হয়। অর্থাৎ কার্যত এটি কখনই বন্ধ হয় না।
এই ডায়েরীতে থানার বিভিন্ন কার্যক্রম  যেমন আসামী কোর্টে চালান দেয়া, এলাকার বিভিন্ন তথ্য, থানার ঊর্ধ্বতন কর্মকর্তাদের আগমন ও প্রস্থানের তথ্য ইত্যাদি লিপিবদ্ধ থাকে।
সাধারণ মানুষের কাছে জিডির গুরুত্ব
সাধারণ মানুষের কাছে জিডির গুরুত্ব ভিন্ন। কোন থানায় মামলাযোগ্য নয় এমন ঘটনা ঘটলে মানুষ থানায় জিডি করে থাকেন। আবার কাউকে ভয় ভীতি দেখানো হলে বা অন্য কোন কারণে যদি তিনি নিরাপত্তার অভাব বোধ করেন, কিংবা কোন ধরনের অপরাধের আশঙ্কা করেন তাহলেও তিনি জিডি করতে পারেন। জিডি করার পর পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে থাকে। প্রয়োজনবোধে তদন্ত করা, নিরাপত্তা দেয়া ছাড়াও জিডির বিষয়টি মামলাযোগ্য হলে পুলিশ মামলা করে থাকে। আইনগত সহায়তা পাওয়ার জন্য জিডি অনেক সময় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। অনেক সময় আদালতেও জিডিকে সাক্ষ্য হিসেবে বিবেচনা করা হয়।
জিডি করা
থানার ডিউটি অফিসার জিডি নথিভুক্ত করেন। এক্ষেত্রে তিনি একটি ডায়েরীতে জিডির নম্বরসহ বিভিন্ন তথ্য লিপিবদ্ধ করেন। জিডির দুটি কপি করা হয়। একটি থানায় সংরক্ষণ করা হয় এবং অন্যটিতে জিডির নম্বর লিখে প্রয়োজনীয় সাক্ষর ও সীলমোহর দেয়া হয়। এটি ভবিষ্যতের জন্য সংরক্ষণ করতে হয়।
অভিযোগকারী নিজে জিডি লিখতে পারেন, আবার প্রয়োজনে থানার কর্মকর্তাও লিখে দিয়ে থাকেন।
প্রতিটি জিডির বিপরীতে একটি নম্বর দেয়া হয়, ফলে কোন অবৈধ প্রক্রিয়া মাধ্যমে কেউ আগের তারিখ দেখিয়ে জিডি করতে পারেন না।
অনলাইন জিডি
আবার পুলিশের তাৎক্ষণিক সাড়া দেবার প্রয়োজন নেই এমন ক্ষেত্রে যেমন পাসপোর্ট হারানো, বাখাটে বা মাদক সেবীদের সম্পর্কে তথ্য প্রদান বা এজাতীয় ক্ষেত্রে অনলাইনে জিডি করা যেতে পারেন বা সরাসরি পুলিশ সদরদপ্তরে ফ্যাক্স বা ই-মেইল করতে পারেন। এ পদ্ধতিতে দেশের বাইরে থেকেও জিডি করা সম্ভব। এক্ষেত্রে অনলাইনে জিডি করার পর ই-মেইল বা মোবাইল ফোনের মাধ্যমে জিডি নম্বরটি জিডিকারীকে পাঠিয়ে দেয়া হয়।
হারানো বিষয়ের জিডি
মোবাইল ফোনের সিম, পরীক্ষার সার্টিফিকেট, জমির দলিল প্রভৃতি হারিয়ে গেলে ঐ সব কাগজপত্র পুনরায় তুলতে গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হারানো সংবাদের জিডি চেয়ে থাকে, তাই ঐসব ক্ষেত্রে হারানো সংবাদের জিডি করে সেই জিডি নম্বরসহ কর্তৃপক্ষরে কাছে আবেদন করতে হয়।

বাংলাদেশ পুলিশের আরও কিছু সেবা সম্পর্কে জানুন

জিডির নমুনা
বরাবর
ভারপ্রাপ্ত কর্মকর্তা
.......... থানা
ঢাকা।
বিষয়: এসএসসি সার্টিফিকেট হারানো সংবাদ ডায়েরীভুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন।
মহোদয়,
আমি নিম্ন সাক্ষরকারী আপনার থানায় উপস্থিত হয়ে লিখিতভাবে জানাচ্ছি যে, আমার এসএসসি পরীক্ষার সার্টিফিকেট আজ সকাল আনুমানিক ১১ টার সময় ঢাকা কলেজের পাশের রাস্তার একটি ফটোকপি করার দোকান থেকে হারিয়ে গেছে।
এমতাবস্থায় হারানোর বিষয়টি ডায়েরীভুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবার জন্য অনুরোধ জানাচ্ছি।
সার্টিফিকেটের বিবরণ:
পরীক্ষার নাম...শিক্ষাবর্ষ...রেজিষ্ট্রেশন নং... রোল নং...
দাখিলকারী,
....
ঠিকানা...
ফোন...


ফেসবুক ইমু

Friday, 1 June 2012

To Use This Emoticons,Copy And Paste The Code Into Facebook Chat
emoticon
code
emoticon
code
Adore
[[f9.adore]]Angel[[f9.angel]]
Angry
[[f9.angry]]
Bomb
[[f9.bomb]]
Bowl
[[f9.bowl]]
Brb
[[f9.brb]]
Cake
[[f9.cake]]
Call Me
[[f9.call-me]]
Clap
[[f9.clap]]
Coffee
[[f9.coffee]]
Confused
[[f9.confused]]
Curl Lip
[[f9.curllip]]
Devil
[[f9.devilface]]
Doctor
[[f9.doctor]]
Ghost
[[f9.ghost]]
Fall in Love
[[f9.inlove]]
Kiss
[[f9.kiss]]
Laugh
[[f9.laugh]]

এর থেকে আরও মজার মজার পেতে নিচের ১ ছবিতে ছোট ইমুর জন্য এবং ২ নং ছবিতে বড় ইমুর জন্য ক্লিক করুন (আশা করি এবার মোডূ আর রাগ করবেন না :/)
emoticon
code
emoticon
code
Adore
[[f9.adore]]Angel[[f9.angel]]
Angry
[[f9.angry]]
Bomb
[[f9.bomb]]
Bowl
[[f9.bowl]]
Brb
[[f9.brb]]
Cake
[[f9.cake]]
Call Me
[[f9.call-me]]
Clap
[[f9.clap]]
Coffee
[[f9.coffee]]
Confused
[[f9.confused]]
Curl Lip
[[f9.curllip]]
Devil
[[f9.devilface]]
Doctor
[[f9.doctor]]
Ghost
[[f9.ghost]]
Fall in Love
[[f9.inlove]]
Kiss
[[f9.kiss]]
Laugh
[[f9.laugh]]
————————————————————————————————————————————————————–

————————————————————————————————————————————————————–
Love
[[f9.heart]]Love Over[[f9.heartbreak]]
Lying
[[f9.lying]]Neutral[[f9.neutral]]
Pizza
[[f9.pizza]]Plate[[f9.plate]]
Raining
[[f9.rain]]Rainbow[[f9.rainbow]]
Rofl
[[f9.rofl]]Rose[[f9.rose]]
Rose Down
[[f9.rosedown]]Shock[[f9.shock]]
Shut Mouth
[[f9.shutmouth]]Blushing[[f9.shy]]
Silly
[[f9.silly]]Skeleton[[f9.skull]]
Sleepy
[[f9.sleepy]]Star[[f9.stary]]
Tongue
[[f9.tongue1]]Thumbs Down[[f9.thumbsdown]]
————————————————————————————————————————————————————–

————————————————————————————————————————————————————–

Name
Icon
Code
Smile
[[eeeSmile]]
Sad
[[eeesad1]
Big Smile
[[eeeBigsmile]]
Wink
[[eeeWink]]
Happy
[[eeeHappy]]
Crying
[[eeeCry]]
Cool
[[eeeCool]]
Nerd
[[eeeNerd]]
Speechless
[[eeeNeutral]]
Kiss
[[eeeKiss]]
Wondering
[[eeeWonder]]
Sleepy
[[eeeSleepy]]
Worried
[[eeeWorried]]
Blush
[[eeeBlush]]
In love
[[eeeInlove]]
Heart
[[eeeHeart]]
Broken Heart
[[eeeBroken]]
Dull
[[eeeDull]]
Evil grin
[[eeeEvilgrin]]
ROFL
[[eeeRofl]]
Thinking
[[eeeThink]]
Covered Laugh
[[eeeCLaugh]]
————————————————————————————————————————————————————–
————————————————————————————————————————————————————–
Name
Icon
Code
Angry
[[eeeAngry]]
Devil
[[eeeDevil]]
Envy
[[eeeEnvy]]
Angel
[[eeeAngel]]
Smirking
[[eeeSmirk]]
Punch
[[eeePunch]]
Emo
[[eeeEmo]]
Yawn
[[eeeYawn]]
Lips Sealed
[[eeeLipsealed]]
Drunk
[[eeeDrunk]]
Bandit
[[eeeBandit]]
Tauri
[[eeeTauri]]
Star
[[eeeStar1]]
Cake
[[eeeCake]]
Sun
[[eeeSun]]
Rain
[[eeeRain]]
Flower
[[eeeFlower]]
Coffee
[[eeeCoffee]]
Phone
[[eeeMobile]]
Mail
[[eeeMail1]]
Cash
[[eeeDollar]]
Cake
[[eeeCake]]
————————————————————————————————————————————————————–
————————————————————————————————————————————————————–
Name
Icon
Code
Mummy
[[aammaaa]]
Help Me
[[bachaoo]]
Get Slap
[[samujah]]
What’s That..!!
[[samuobak]]
Silence Mood Off
[[samudash]]
Big Brother
[[kotmot]]
Angry
[[khayalamu]]
Sad
[[monkharaap]]
Smile
[[samuhasi]]
Close Up Smile
[[closeuphasi]]
Got Picked- Wink
[[dhorakhaise]]
Air Smile
[[chamhasi]]
Fun
[[kimojaa]]
Animated Love
  [[127868980561350]]








————————————————————————————————————————————————————–
————————————————————————————————————————————————————–

Name
Icon
Code
Smile
:-)      :)      :]     =)
Sad
:-(      :(      :[     =(
Big Smile
:-D      :D      =D
Wink
;-)      ;)
Unsure
:/     :-/     :     :-
Happy
^_^
Crying
:'(
Cool
8-|    8|     B-|     B|
Geek
8-)     8)     B-)     B)
Surprised
:-O     :O     :-o      :o
Kiss
:-*     :*
Mad
>:(    >:-(
Very Angry
>:O    >:-O    >:o    >:-o
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Name
Icon
Code
Curly lips
:3
Pacman
:v
Tongue
:-P      :P      :-p    :p     =P
Angel
O:)     O:-)
Heart
<3
Moody One
-_-
Chris Putnam
:putnam:
Shark
(^^^)
Devill
3:)     3:-)
Robot
:| ]
Confused
o.O     O.o
Penguin
<(“)
42
:42: