যেকোন ফেসবুক একাউন্ট হ্যাক করুন কোন প্রকারের হ্যাকিং দক্ষতা ছাড়াই

Wednesday, 24 August 2011
শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে প্রকাশিত। কোন প্রকার দায়ভার টিউনারের নেই। সম্পূর্ণ নিজ দায়িত্বে টিউনটি পাঠ করবেন।
undefined
প্রথমে যেকোন একটি ইমেইল ঠিকানা লিখুন ফেসবুক সাইটে। পার্সত্তয়ার্ড এর জায়গায়  কিছু না লিখে নিচের Forgot your password ক্লিক করুন।
কাঙ্খিত ব্যবহার কারীর নাম লিখুন। সাধারণত http://facebook.com/........... হয়ে থাকে। সার্চ বাটনে ক্লিক করুন।

এখন একটি একাউন্ট ব্যবহার কারীর ছবি এসেছে। আপনার কাঙ্খিত ব্যক্তি হলে No longer have access to these? এ ক্লিক করুন।

পরবর্তী পৃষ্ঠায় নতুন ইমেইল ঠিকানা দিন।

পরবর্তী পৃষ্ঠায় ব্যবহারকারীর নিরাপত্তা প্রশ্নের উত্তর এখানে দিতে হবে। কিন্তু আপনি কী তা জানেন। অতএব উত্তর ভুল দিন পর পর তিন বার। ভুল যেহেতু হয়েছে তার মাসুল দিন।

ইমেইল ঠিকানা এবং ব্যবহার কারীর নাম লিখুন। একটি মেইল আসবে আপনার ঠিকানায়।

সাধারণত সর্বোচ্চ ৭ দিনের মধ্যে উত্তর আসে ফেসবুক থেকে।এরপর একটি লিংক দেবে আপনাকে। সেই লিংক ধরে ধরে যেতে হবে সামনের দিকে।


undefined
পূর্ববর্তী ব্যবহার কারীর সাথে ফেসবুক একাউন্টে সংযোগ আছে এমন তিন জনের কাছে কোড যাবে। সেই কোড বসিয়ে দিলেই ব্যস। কিন্তু এই তিনজনের কোড পাবেন কী ভাবে? এজন্য তিনটি ভুয়া একাউন্ট বানিয়ে রাখুন এবং তার সাথে আগে থেকেই ফেসবুকে যোগ করে রাখুন। এভাবেই কোন প্রকারের হ্যাকিং এর নিয়ম কানুন না মেনে ফেসবুক একাউন্ট নিয়ে আসতে পারেন দখলে। টিউটোরিয়াল তো শেখা হল এবার নিজে নিরাপদে থাকবেন কী ভাবে? যখন তথন অচেনা কোন ফেসবুক ব্যবহার কারীকে এড করবেন না। পরিচিত কেউ ফেন্ড্র রিকোয়েস্ট পাঠালে আগে বুঝে নিন সেটি সত্যিকারের আপনার পরিচিত কারো একাউন্ট নাকি ভুয়া একাউন্ট!
দয়া করে টিউনটি অপব্যবহার করবেন না। শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে প্রকাশিত।

গুগলের 2 step verification সেবা, বাংলাদেশের জন্যও প্রযোজ্য

ফিশিং-এর হাত থেকে বাঁচার জন্যই গুগল এই অতিরিক্ত ভেরিফিকেশনের সেবা চালু করেছে। যাতে করে কেউ যদি আপনার গুগলের পাসওয়ার্ড জেনেও যায় তাও সে আপনার গুগল অ্যাকাউন্টে ঢুকতে পারবে না, কারন ইউজারনেম ও পাসওয়ার্ড দেওয়ার পরেই আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে একটি কোড আসবে এবং ওই কোড টা না দিলে গুগল অ্যাকাউন্ট ওপেনও হবে না। তার মানে সোজা হিসাব আপনি ছাড়া বা আপনার আদেশ ছাড়া আর কেউ আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না। এই নিয়ে আর বেশি কথা বলব না, কারন ফেসবুকের ২য় স্টেপ ভেরিফিকেশন সবাই কম বেশি ব্যাবহার করেন। ব্যাবহার না করলেও এই ব্যাপারটা কম-বেশি জানেন। তাই না?

শর্তঃ যারা আগে থেকেই ব্যাবহার করছেন তাদের জন্য আর দরকার নাই। আর এসএমএস জন্য কোন টাকা লাগে না। সম্পূর্ণ ফ্রী!

যেভাবে চালু করবেন এটাঃ
আপনার জিমেইল অ্যাকাউন্ট ওপেন করুন।
অ্যাকাউন্ট সেটিং-এ ক্লিক করুন, ডানে উপরে। বুঝতে অসুবিধা হলে স্ক্রীন শর্ট দেখুন।
পারসনাল সেটিংস্‌ এর Using 2-Step Verification-এ ক্লিক করুন।
Start Setup এ ক্লিক করুন।
Choose one এ ক্লিক করে Text Message (SMS) or Voice Call সিলেক্ট করুন।
Country বাংলাদেশ পছন্দ করুন, মোবাইল নম্বর দিন প্রথম ছাড়া।
সেন্ড কোড এসএমএস বা ভয়েজ সিলেক্ট করুন।
সেন্ড কোডে ক্লিক করুন, সেন্ড কোডে ক্লিক করলে আপনার মোবাইলে এসএমএসের মাধ্যমে একটা কোড পাবেন।
এসএমএসে প্রাপ্ত কোডটা কোডের জায়গায় বসিয়ে ভেরিফাই এ ক্লিক করুন। কোডটি ভুল হলে লাল কালি দিয়ে জানাবে। পুনরায় সঠিকটা দিন। তারপরেও আপনি যদি মনে করেন যে আপনি ঠিক আছেন অন্য কথাও ভুল হচ্ছে, সে ক্ষেত্রে সেন্ড কোডে আবার ক্লিক করুন গুগল পুনরায় কোড পাঠাবে। আর সঠিক হলে লেখা আসবে Your Phone Number is Configured.
হয়ে গেলে নেক্সটে ক্লিক করুন।
ব্যাকআপ ফোন নাম্বার দিন। কোন কারনে যদি আপনার আগের ফোনটি নষ্ট বা হারিয়ে যাই সেক্ষেত্রে ব্যাকআপ ফোন দিয়ে কাজ চালাতে পারবেন।
নেক্সটে ক্লিক করুন।
নেক্সট পেজে ব্যাকআপ ১০টা কোড আসবে, এই কোড অবশ্যই অবশ্যই করে প্রিন্ট বা সেভ করে গোপন ফাইলে রাখুন কারন ফোন ছাড়া এই কোডের যেকোন একটি দিয়ে আপনার অ্যাকাউন্টে ঢোকা যাবে। যদি কখনও আপনার দুইটা ফোনই হারিয়ে যায়, আপনি এই ব্যাকআপ কোড দিয়েও ঢুকতে পারবেন। প্রিন্ট বা সেভ করা হয়ে গেলে Yes, I have a copy of my backup verification codes এ সিলেক্ট করে নেক্সটে ক্লিক করুন।
Turn on 2-step verification বাটনে ক্লিক করুন।

এবার আপনার অ্যাকাউন্টে লগইন করুন।
দেখুন মোবাইলে কোডসহ এসএমএস এসে গেছে, কোডটা এখানে বসিয়ে দিন। ভেরিফায়ে ক্লিক করুন। ব্যাস হয়ে গেল ২য় স্টেপ ভেরিফিকেশন চালু।

ভেরিফিকেশন পেজের ২টা জিনিস শেয়ার করিঃ Remember this computer for 30 days. ব্যাপারটা বুঝতে পারছেন যে এটা সিলেক্ট করে লগইন করলে ৩০ দিন আর কোড ভেরিফিকেশন লাগবে না। তাই সাবধান যদি সাইবার ক্যাফেতে বা বন্ধুর বা অন্য কোন কম্পিউটারে কাজ করেন তবে এটা আনসিলেক্ট করে দেবেন।
এই ফোন কোড ছাড়া ব্যাকআপ ফোন বা ব্যাকআপ কোড দিয়ে ওপেন করতে চাইলে others ways to got a verification code বাটনে ক্লিক করুন।

পোস্টটি GenerousTroopers.Com থেকে অনুবাদ করা।