ইদানীং মোবাইল ফোনে ইন্টারনেট ভিজিট করার পরিমাণ দিন দিন বেড়েই চলেছে। বাংলাদেশের বাজারে নামী দামী কোম্পানীসহ কমদামের চাইনিজ মোবাইল ফোনগুলো এখন মানুষের হাতে হাতে। সাধারণ মানুষ মোবাইল ফোন দিয়েই ইন্টারনেট, ব্লগ, সামাজিক সাইট ইত্যাদির সাথে পরিচিত হয়ে নিচ্ছে। আর সাইট/ ব্লগগুলোও এই মোবাইল দিয়ে অনলাইনে বিচরণকারী ব্যবহারকারীদের কথা মাথায় রেখে তাদের সাইটগুলোকে মোবাইল ফোন দিয়ে ব্যবহারের উপযোগী করে নিয়েছে। সাইটের আকার হয়ে গেছে ছোট। ডিসপ্লেতে দেখা যায় শুধুমাত্র পোস্ট লিংক, লোড হতেও বেশি সময় লাগে না। ওয়ার্ডপ্রেস, ফেসবুক, গুগল সার্চ, জিমেইল প্রভৃতি সাইটগুলো মোবাইলবান্ধব হয়ে গেছে অনেক আগেই। কিন্তু আপনার ব্লগের খবর কি? সেটার কি মোবাইলবান্ধব (Mobile Friendly) ভার্সন আছে? যদি না থাকে, তাহলে আসুন জেনে নিই কিভাবে আমাদের Blogger.com ব্লগকে মোবাইল ফোনে দেখার উপযোগী করে নিতে পারি।

না বন্ধুরা, ভয় পাবার কিছু নেই। এর জন্য আপনাকে কোনপ্রকার কোড জানতে হবে না, ব্লগের HTML অংশে কোনরকম পরিবর্তন করতে হবে না। কিংবা কোন প্লাগইন বা গেজেট ইনস্টল করতে হবে না। সামান্য একটু বুদ্ধি খাটিয়ে আমরা নিজেদের ব্লগার.কম এ থাকা ব্লগকে অনায়াসে মোবাইলবান্ধব করে নিতে পারি।
নিচের লিংকটি ব্রাউজারের এড্রেসবারে লিখে দিন (কপি পেস্ট করুন)। এবার MYBLOGGERBLOG.blogspot.com লেখাটিকে পাল্টে আপনার ব্লগের ওয়েব ঠিকানা (URL) লিখে দিন। এবার কিবোর্ডের এন্টার চাপুন। দেখুন কেমন সহজে আপনার ব্লগটি মোবাইলে দেখার উপযোগী হয়ে গেছে।

না বন্ধুরা, ভয় পাবার কিছু নেই। এর জন্য আপনাকে কোনপ্রকার কোড জানতে হবে না, ব্লগের HTML অংশে কোনরকম পরিবর্তন করতে হবে না। কিংবা কোন প্লাগইন বা গেজেট ইনস্টল করতে হবে না। সামান্য একটু বুদ্ধি খাটিয়ে আমরা নিজেদের ব্লগার.কম এ থাকা ব্লগকে অনায়াসে মোবাইলবান্ধব করে নিতে পারি।
নিচের লিংকটি ব্রাউজারের এড্রেসবারে লিখে দিন (কপি পেস্ট করুন)। এবার MYBLOGGERBLOG.blogspot.com লেখাটিকে পাল্টে আপনার ব্লগের ওয়েব ঠিকানা (URL) লিখে দিন। এবার কিবোর্ডের এন্টার চাপুন। দেখুন কেমন সহজে আপনার ব্লগটি মোবাইলে দেখার উপযোগী হয়ে গেছে।
http://www.google.com/reader/m/view/feed/http://MYBLOGGERBLOG.blogspot.com/feeds/posts/default?orderby=updatedএবার কোন URL Shortening Service দিয়ে এই লম্বা লিংকটির একটি সংক্ষিপ্ত লিংক তৈরি করে ফেলুন। সেই লিংকটিই মোবাইলে ব্রাউজ করুন। বন্ধুদেরকে জানান, ব্লগের এককোনে লিখে রাখুন।
1 comments:
hoise bhai ..... :) shundor.....
Post a Comment