ফেসবুক চালু করল ভিডিও কলিং সিস্টেম। এখন আপনার ফ্রেন্ডের সাথে সহজেই ভিডিও অথবা অডিও কল করতে পারবেন। যা সত্যি মজার। আর এ জন্য আমাদের দিতে হবে না কোন ফি। তবে এ জন্য আপনার দ্রুতগতির ইন্টারনেট সংযোগসহ ওয়েবক্যাম, মাইক্রোফোন এসব থাকতে হবে। আর যদি ওয়েব ক্যাম না থাকে তাহলে সমস্যা নেই। শুদু ভয়েস কল করতে পারবেন। আর তা অন্যান্য ম্যাসেঞ্জারের থেকে ক্লিয়ার সাউন্ড।

ভিডিও কল করার জন্য আপনি ভিজিট করুন http://www.facebook.com/videocalling তার পর ছোট একটি সফটওয়ার ডাউনলোড করতে হবে তা ডাউনলোড করে ইন্সটল করে নিন। এবার আপনার বন্ধুকে কল করুন। আপনার বন্ধু ও যদি সফটওয়ারটি ব্যবহার করে থাকে তাহলে আপনার কল ধরতে পারবে এবং আপনারা কথা বলতে পারবেন। আর যদি না থাকে তাহলে তাকে সফটটি ইন্সটল করার জন্য বলা হবে। এভাবেই এখন উপভোগ করা যাবে অডিয়/ভিডিও কলিং সুবিধা।

ফেসবুক আর স্কাইপ মিলে যৌথ ভাবে আমাদের এ সুবিদা দিচ্ছে। গত কাল থেকে এটা নিয়ে অনেক মজায় আছি। সামনে আরো কত কিছু আছে তার অপেক্ষায় রয়েছি।

আপনার চ্যাট বক্সের উপর ভিডিওর একটি আইকন দেখতে পাবেন সেখানে ক্লিক করলে আপনার বন্ধুর কাছে মেজেস যাবে সে কল ধরলে আপনি কথা শুরু করতে পারবেন।
মাঝে মাঝে শুধু চ্যাটিং দিয়ে ইমোশন প্রকাশ করা যায় না এখন সরাসরি ভিডিও চ্যাট আমাদের সে অসুবিদা দূর করবে। তাছাড়া যদি কল না ধরে আপনি একটি ভিডিও মেসেজ ও দিতে পারেন আপনার বন্ধুকে। পরে সে যখন ফ্রী হবে দেখে নিতে পারবে আপনার মেসেজ।
http://techtweets.com.bd/news/jakirbdl/8534
0 comments:
Post a Comment