Dummies এ কম্পিউটার সহ আরো নানা বিষয়ের বই Freeeeeeeee

Tuesday, 24 January 2012
কম্পিউটার একটি বিশাল ক্ষেত্র। একে আমরা নানা কাজে ব্যবহার করতে পারি। কম্পিউটারের বিভিন্ন বিষয় সম্পর্কে শেখার জন্য বাজারে অনেক বই এবং ইন্টারনেটেও অনেক বই পাওয়া যায়। কিন্তু প্রশ্ন থেকে যায়, কোন বইটা ভাল হবে? আমার চাহিদা পূরন হবে কি?
আমি আপনাদের সিদ্ধান্ত দিচ্ছি। আপনারা নিতে পারেন Dummies (Wiley Publications) এর বই। এরা কম্পিউটার সহ আরো নানা বিষয়ে বই লেখে।
বইগুলোর বৈশিষ্ট্য হল, এগুলো বুঝতে খুবই সহজ। কারন আপনাকে এরা ডামি (অভিজ্ঞতাহীন অর্থে) হিসেবে বিবেচনা করে সবকিছু খুবই সহজে বুঝিয়ে দেবে। বইয়ের ইংলিশ অত্যন্ত সহজভাবে লেখা এবং যথেষ্ট স্ক্রিন শট আছে। সাইটটি আপনারা এখান থেকে ভিজিট করুনঃ www.dummies.com
Making Everything Easy- এই স্লোগানে তারা কাজ করে থাকে।
আজ আপনাদের সাথে আমি প্রোগ্রামিং, ওয়েব ডিজাইন/ডেভেলপমেন্ট, এক্সেল, ফটোশপ ও কম্পু বিষয়ক বই শেয়ার করছি। এগুলো PDF ফাইল। বিশ্বাস করুন, আপনি যা শিখতে চান তা পুরোপুরি আয়ত্ত করতে পারবেন।
ডাউনলোড লিংক পেতে বইয়ের কভার পেজে ক্লিক করুন

JavaScript For Dummies - 4th Edition


জাভাস্ক্রিপ্ট সম্পর্কে কমবেশি আমাদের সকলেরই জানা। এটাকে বলা হয় Client Side Scripting Language. ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে এটি ব্যবহৃত্ হয়। বিশেষ করে ডায়নামিক সাইট তৈরি করতে এবং ওয়েবসাইটকে প্রানবন্ত করতে JavaScript প্রয়োজন। জাভাস্ক্রিপ্ট দ্বারা ওয়েবপেজে স্লাইডশো তৈরি করা যায়, এনিমেশন করা যায়, ঘড়ি তৈরি করা ইত্যাদি। এছাড়াও এটি দ্বারা আপনি User Data Validation, Login এর কিছু কাজ ইত্যাদি করতে পারবেন। সব চোখ-জুড়ানো ওয়েবসাইটেই জাভাস্ক্রিপ্ট ব্যবহৃত হয়।
ডামিদের এই বইটি আপনাকে সুন্দরভাবে ধাপে ধাপে জাভাস্ক্রিপ্ট শেখাবে। বইটির পেজ সংখ্য ২২৪।

Photshop CS5 All-in-One (2010)


ফটোশপ হল একটি বিস্ময় কর সফট, যা দিয়ে কিনা ছবি এডিট করা হয়। নানান ধরনের অপকর্ম যেমন ছবি ফেক করা এর সাহায্যেই হয়ে থাকে। ফটোশপ তা শেখা একটু কঠিনই বটে। তবে এই বই দ্বারা আপনি সহজে ফটোশপ শিখতে পারবেন। এই বইটি দ্বারা আপনি একজন প্রফেশনাল এর মত ছবি এডিট করতে পারবেন।
বইটির পেজ সংখ্য ৭২০।

Web Design All-in-One


ওয়েব ডিজাইন বলতে আমরা বুঝি ওয়েবসাইটের বাহ্যিক রূপ তৈরি করা (ডিজাইনার আর ডেভেলপার এক জিনিস নয়, ডিজাইনার করে রূপ তৈরি, আর ডেভেলপার করে প্রোগ্রামিং এর অংশ। সকল ডেভেলপারই ডিজাইনার কিন্তু সকল ডিজাইনার ডেভেলপার নয়।)এর জন্য আপনাকে শিখতে হয় HTML এবং CSS যা অত্যন্ত সহজ। ওয়েব ডিজাইনার হয়ে ফ্রিলান্সিং করার যথেষ্ট সুযোগ রয়েছে।
উপরোক্ত বইটি আপনাকে ওয়েব ডিজাইনের আগা থেকে গোড়া সব শিখাবে অত্যন্ত সহজভাবে। আপনি হয়ে যেতে পারবেন একজন মাস্টার ডিজাইনার। পেজ সংখ্যা ৬৫৬।

PHP&MySQL (Web Develp) For Dummies


ওয়েব ডেভেলপমেন্ট কি তা আমি আগেই বলেছি। ওয়েব ডিজাইনিং এর পরের ধাপই হল ডেভেলপমেন্ট। প্রোগ্রামিং এর কাজ করতে হয় বলে শিখতে একটু সময় লাগে। তবে চিন্তা করবেন না। বই যখন কম্পিউটারে আছেই তখন চিন্তা কিসের? বইয়ের পেইজ ৪৫৬ টি।

MS Office Excel 2007


MS Excel এর সাথে আমরা সবাই পরিচিত। এই সফটওয়্যার দ্বারা বিভিন্ন অংক করা যায়, তৈরি করা যায় হিসাব-নিকাশের খাতা। এর ব্যবহার বিধি ও সূত্র আমরা অনেকেই জানি না। এই বইটি হল তাদের জন্য যাদের এক্সেল শেখার শখ আছে। বইটি অবশ্যই বুঝতে সহজ। এখানে নতুন নতুন টেকনিক সম্পর্কে ধারনা দেয়া হয়েছে।

C++ All-in-One For Dummies


C++ কে সবচেয়ে শক্তিশালী প্রোগ্রামিং ভাষা হিসেবে বিবেচনা করা হয়। বলা হয়, কোন প্রোগ্রামার C++ না জানলে তাকে প্রোগ্রামার বলা যায় না।
বইতি খুবই সুন্দর। আমি নিজে এই বই থেকেই C++ শিখছি। বইগুলো যে খুবই উন্নতমানের, তার প্রমান আমি সর্বপ্রথম এখান থেকেই পাই। বইটি পড়ার পর আপনি C++ এ পুরোপুরি মাস্টার হয়ে যাবেন। শেষের দিকে এখানে MS Visual C++ এর ব্যবহার সম্পর্কেও আলোচনা করা হয়েছে। আরো রয়েছে Boost Library. বইটির পেজ সংখ্য প্রায় ৮৭৬।

Troubleshooting and Maintaining your PC


আমাদের কম্পিউটারে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা হয়ে থাকে। এগুলো সলভ করতে অনেকের হিমশিম খেতে হয়। পিসি, হার্ডওয়্যারের কমন সমস্যা এখানে আলোচিত হয়েছে। আরো টিপস দেয়া হয়েছে যাতে করে আপনি আপনার কম্পিউটারকে রাখতে পারেন ফিট এবং স্মার্ট। কম্পিউটারের বিভিন্ন গূঢ় বিষয় সম্পর্কেও এখানে সচ্ছ ধারনা পাওয়া যাবে। পেজ ৭৯২।
উল্লেখ্য, এটি কোন পিডিএফ ফাইল নয়। এটি পড়ার জন্য E-Pub Reader লাগবে। ডাউনলোড লিংকে গিয়ে "Important Notes" প্যারাটি পড়ুন, সেখানে একটি E-Pub Reader সফট এর লিংক দেয়া আছে।

Linux For Dummies 9th Edition


বর্তমানে লিনাক্স অপারেটিং সিস্টেম এবং এর ডিস্ট্রো গুলো দ্রুত জনপ্রিয়তা লাভ করছে, যেমনঃ উবুন্টু, ফেডোরা ইত্যাদি। এর বৈশিষ্ট্য হচ্ছে, এগুলো সম্পূর্ণ ফ্রি বা ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। অনেকেই নতুন উবুন্টু/ফেডোরা ইন্সটল করেছেন, বা করেন নাই, করতে চাচ্ছেন, অথবা লিনাক্সে এক্সপার্ট হতে চাচ্ছেন তাদের জন্য আমার এই ছোট্ট উপহার।

Windows XP Hacks and Mods


সময় হয়েছে আপনার উইন্ডোজ এক্সপির নিয়ন্ত্রন নেয়ার। চিন্তা করুন তো, কম্পিউটার আপনাকে চালায়, নাকি আপনি কম্পিউটারকে। এটির উত্তর আংশিক হ্যাঁ এবং বেশিরভাগই না, কেননা অনেক ট্রিকস এবং হ্যাকস আপনি জানেন না। আর সেই জিনিস জানাতেই ডামিস নিয়ে এসেছে এই বইটি। যারা XP ব্যবহার করেন, তাদের ক্ষেত্রেই এটা প্রযোজ্য।
এখন আপনি হয়ে যান এক্সপির বস। পৃষ্ঠা সংখ্য ৩৬২।

আপনাদের অনুরোধের কারনে টরেন্ট বাদ দিয়ে আমি মিডিয়াফায়ার লিঙ্ক দিয়েছি। 
এখানেকিছু মিডিয়াফায়ার লিন্ক দিলাম:
PHP 5 For Dummies
http://www.mediafire.com/?zrzowozyjmn ” rel=”nofollow”>Oracle PLSQL FOR DUMMIES ‌
http://www.mediafire.com/?2nzz0i2eywk ” rel=”nofollow”> Google.AdSense.For.Dummies ‌
http://www.mediafire.com/?ijmwhykmmw2 ” rel=”nofollow”> Linux For Dummies [Open suse/ fedora distro] ‌
http://www.mediafire.com/?mx1kmz4myni ” rel=”nofollow”>Resumes For Dummies ‌
http://www.mediafire.com/?zjixjwidzqr ” rel=”nofollow”> CSS Web Design for Dummies ‌
http://www.mediafire.com/?yhzjzeofmcz ” rel=”nofollow”> Visual Basic 2008 For Dummies ‌
http://www.mediafire.com/?0gzgutznjmr ” rel=”nofollow”> Hacking The Xbox 360 For Dummies ‌
http://www.mediafire.com/?anv83sy79exv6jy ” rel=”nofollow”>Beginning Programming for dummies ‌
http://www.mediafire.com/?354rpd194xqr9fr ” rel=”nofollow”> Drawing-Cartoons-and-Comics-For-Dummies ‌
http://www.mediafire.com/?75c99ilil8xqakq ” rel=”nofollow”>Ajax For Dummies ‌
http://www.mediafire.com/?xi7vzo5gvxkjpwj ” rel=”nofollow”>WordPress For Dummies, 3rd Edition ‌
http://www.mediafire.com/?ndu1nodfznm ” rel=”nofollow”> ASP.NET.3.5.For.Dummies ‌
http://www.mediafire.com/?wjj1hmlnj2z ” rel=”nofollow”> C++ Timesaving Techniques For Dummies ‌
http://www.mediafire.com/?4ze6rsjpxcxnekk ” rel=”nofollow”>The LeaderShip Brain for Dummies ‌
http://www.mediafire.com/?1e0qiyybjnw ” rel=”nofollow”>Calculus Workbook For Dummies ‌
http://www.mediafire.com/?lzdijxwdmkj ” rel=”nofollow”> Adobe Photoshop CS4 for Dummies ‌
http://www.mediafire.com/?nuee9ou5ew143d4 ” rel=”nofollow”>Building Your Business with Google For Dummies ‌
http://www.mediafire.com/?2tthn57k2p8ibdp ” rel=”nofollow”>C++-All-In-One-Desk-Reference-For-Dummies ‌
http://www.mediafire.com/?k1gc132wsxfztck ” rel=”nofollow”> Beginning Programming With Java For Dummies ‌
http://www.mediafire.com/?qgvvgska1qr8krb ” rel=”nofollow”>english grammar for dummies ‌
http://www.mediafire.com/?ndoqmtyzwjz ” rel=”nofollow”>Oracle 11g For Dummies ‌
http://www.mediafire.com/?4hvajuyrgqgvw32 ” rel=”nofollow”> Algebra II for DUMmIES ‌
http://www.mediafire.com/?mz3nvjz5tmm ” rel=”nofollow”> Meditation for Dummies ‌
http://www.mediafire.com/?oebhogygzzm ” rel=”nofollow”> Photoshop CS5 All-in-One For Dummies ‌
http://www.mediafire.com/?hmugxzhjzjg ” rel=”nofollow”> AutoCAD 2011 for Dummies ‌
http://www.mediafire.com/?d45o264dzvrbjlb ” rel=”nofollow”>Networking All In One For Dummies ‌
http://www.mediafire.com/?bg3igojnimr ” rel=”nofollow”> PHP & MySQL Everyday Apps for Dummies ‌
http://www.mediafire.com/?gyhezm3cg0c ” rel=”nofollow”>Windows 7 For Seniors For Dummies ‌
http://www.mediafire.com/?gydmvinytmd ” rel=”nofollow”>Car Hacks & Mods For Dummies ‌
http://www.mediafire.com/?1si4d6dadw7woex ” rel=”nofollow”> Business Etiquette for Dummies ‌
http://www.mediafire.com/?v40gd4w997ytq4x ” rel=”nofollow”> Magic for Dummies
http://www.mediafire.com/?mduw1hzxhma ” rel=”nofollow”> Java – Java Game Programming for Dummies
http://www.mediafire.com/?nzzjt2zzm2i ” rel=”nofollow”> Happiness For Dummies
http://www.mediafire.com/?ynujzmjtmog ” rel=”nofollow”> Biochemistry For Dummies
http://www.mediafire.com/?ymn4mz21twt ” rel=”nofollow”>Electronics For Dummies
‌Electronics Projects for Dummies
http://www.mediafire.com/?rjmjin0hl23” rel=”nofollow”> Windows XP Hacks and Mods For Dummies
http://www.mediafire.com/?k2ydmytm4jh ” rel=”nofollow”> Fun Guide – Cleaning and Stain Removal for Dummies
http://www.mediafire.com/?teanohkddzm ” rel=”nofollow”> Hypnotherapy For Dummies
http://www.mediafire.com/?m25wj4ehr25hekg ” rel=”nofollow”> Physics II for Dummies
http://www.mediafire.com/?bqo6rlrq9l22bu1 ” rel=”nofollow”> Excel 2007 For Dummies
http://www.mediafire.com/?i1hg3gjftzq ” rel=”nofollow”> Digital SLR Cameras & Photography for Dummies 2nd Edition
http://www.mediafire.com/?i894ijxju0idami ” rel=”nofollow”> C# 2010 All-in-One For Dummies
http://www.mediafire.com/?88bamah5wb0uxrp ” rel=”nofollow”>SQL for Dummies 5th Edition
http://www.mediafire.com/?dmz5jul3mm2 ” rel=”nofollow”>Nutrition for Dummies
http://www.mediafire.com/?0pytdpzr6ld1d33 ” rel=”nofollow”> Color Management for Digital Photographers For Dummies
http://www.mediafire.com/?dbw233e7zclo5e7 ” rel=”nofollow”> Successful Time Management For Dummies
http://www.mediafire.com/?gkilmmyolmg ” rel=”nofollow”> Accounting for DUMmIES 4th
Fix Your Own Computer for Seniors for Dummies
Outlook 2007 for Dummies
http://www.mediafire.com/?3gma01e9kb3i7y8 ” rel=”nofollow”> Office 2010 For Dummies

নতুন ফ্রীল্যান্সারদের কিছু প্রশ্ন এবং তার সহজ সমাধান!

Saturday, 14 January 2012
অনেকদিন পর আবারো ফ্রীলান্সিং নিয়ে লিখতে বসলাম। আমি প্রায় ৩-৪ বছর ধরে ফ্রীলান্সিং এর সাথে জড়িত আছি। সেই হিসেবে অনেকের থেকেই বিভিন্ন বিষয়ে তবে বিশেষ করে নতুন করে ফ্রীলান্সিং শুরু করা নিয়ে প্রায়শই ফেসবুকে এবং ম্যানেঞ্জারে প্রশ্নের সম্মূখীন হই। অনেকেই হয়তো বলে বুঝাতে পারি না বা তারা কি করবে তাও বুঝে উঠতে পারে না। কারন একটাই তারা এই লাইনে একদমই নতুন। তাই তাদের থেকে ঘুরে ফিরে পাওয়া কিছু কমন প্রশ্নের সহজ সমাধান দিতেই আজকের এই পোস্টির অবতারনা। চলুন শুরু করি…

প্রশ্ন-১: অনলাইনে কোথায় থেকে আয় করে এবং কিভাবে?

উত্তরঃ দেখুন অনলাইন এর আয় করার জগতটি অনেক বিশাল আপনি যেকোন খানে থেকেই আয় করতে পারেন। তবে হ্যাঁ! আয়ের ক্ষেত্র যতটা বড় তেমনি ভুয়া কাজদাতা সাইট বা প্রতিষ্ঠানের সংখ্যাও কিন্তু অনেক কম নয়। আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যেসকল সাইট ইন্টারন্যাশনালী স্টাটাস প্রাপ্ত এবং লক্ষ লক্ষ মানুষ প্রতিনিয়তই কাজ করছে, আয় করছে সেগুলো থেকে আয় করতে যাওয়াটাই উত্তম। যেমনঃ Freelancer.com, Odesk.com, Vworker.com, Scriptlance.com, 99design.com, Rentacoder.com আর ছোট ছোট কাজের জন্যও রয়েছে Microworkers.com. আপনার যোগত্যা অনুযায়ী যেকোন একটি বা একাধিক সাইট থেকে কাজ নিতে পারেন।

প্রশ্ন-২: কোন সাইট গুলো বিশ্বাসযোগ্য?

উত্তরঃ নিজ চোখে কাজ পাওয়া এবং অর্থ পাওয়া না দেখলে অনেকেই এই প্রশ্ন করে। তবে, আপনার আশেপাশে যদি এমন কেউ থাকে যারা কাজ করছেন তাদের থেকে জানতে পারবেন কোনটি কেমন সাইট।

প্রশ্ন-৩: কোথায় থেকে শুরু করবো?

উত্তরঃ এটি একটি কঠিন প্রশ্ন! আসলে শুরু নির্ভর করে সম্পূর্ণ নিজের উপরে। আপনি যদি কাজ জেনে থাকেন তবে এখনই শুরু করুন। আর যদি কিছু না জেনে থাকেন তবে কাজ শিখতে নেমে পড়ুন।

প্রশ্ন-৪: কি কাজ শিখবো এবং কিভাবে, কোথায় থেকে?

উত্তরঃ ইন্টারনেটে কাজ করে টাকা কামানো অনেক উপায় আছে। আপনি চাইলেই সেগুলো থেকে কামাতে পারবেন কিছু জ্ঞান নিয়েই্ তবে যদি ভবিষ্যতেও সেই কাজ নিয়ে ক্যারিয়ার করতে ইচ্ছুক হন তবে ব্যতিক্রম কাজ শিখতে এবং তা করতে অভ্যাস করতে হবে। না হলে বর্তমানে কাজ করে টাকা কামাতে পারবেন কিন্তু কিছু দিন পর আপনার বর্তমানে কাজগুলো ট্রেন্ড থাকবে না এটা নিশ্চিত। এখন ভবিষ্যতে যে কাজগুলোর ট্রেন্ড থাকবে এখনকার চাইতেও বেশি সেগুলো হলঃ ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, এনিমেশন. ভিডিও+অভিও এথোরিং, থ্রীডি ডিজাইন, মোবাইল এপস ডিজাইন, ডাটাবেজ ডিজাইন, একাউনিটং সফটওয়্যার ডিজাইন, ক্রিয়েটিভ রাইটং সহ আরো অনেক কিছুই যেগুলোর চাহিদা আমদের দেশে হয়তো এখন নেই। তবে, বহিঃবিশ্বের সাথে কাজ করতে হলে আপনাকে জানতেই হবে। এবং ভবিষ্যতেও আপনি দেশেও এসব কাজের বাজার পেতে পারেন।
বর্তমানে আমাদের দেশে প্রোফেশনালী কাজ শিখায় এমন কোন প্রতিষ্ঠান নাই। তবে, আপনি যতটুকু দরকার তা আশেপাশে প্রতিষ্ঠান থেকে শিখে নিতে পারেন। যদি এমনটি হয় যে আপনি যা শিখতে চাইছেন তা আপনারা শহর কেউই শিখায় না, তবে আপনি বাংলা ব্লগগুলো দেখতে পারেন। যেখানে অকাতরে অনেকেই তাদের মেধা ও শ্রম দিয়ে শিখাচ্ছেন। সাথে নির্দিষ্ট বিষয়ের বই বাজার থেকে কিনে নিয়ে রপ্ত করুন। তারপরও যদি মনে করেন আপনার জন্য এতটুকুতেই শেষে না। তাহলে নেটের সার্চ করুন, নেটে এমন কোন টপিক নেই যেগুলো সার্চ দিলে খুজেঁ পাবেন না।
একটি কথা, আজকের যারা সফল বিভিন্ন সেক্টরে তাদের বেশির ভাগেরই ঐ বিষয়ের উপরে প্রতিষ্ঠানিক কোন জ্ঞান নেই। প্রায় সবাই নিজের প্রয়োজনের তাড়নায় যেকোনভাবেই হোক শিখে নিচ্ছেন। তাই আপনাকেও আপনার তাড়নাকে বুঝেশুনে কাজ করতে হবে। আর হতাশ হবেন না কোন ক্রমেই। আপনাকে হেল্প করত সবচেয়ে বড় বন্ধু সার্চ ইঞ্জিন তো আজেই। :)

প্রশ্-৫: কোন কাজ করলে বেশি আয় করা যায়?

উত্তরঃ আপনি আপনার জানা বিষয় দিয়ে সর্বোচ্চ আয় করতে পারেন। তবে, ডিজাইন রিলেটেড কাজ গুলোর ডিমান্ড অনেক বেশি এবং সামনের দিনগুলোতে আরও বাড়বে। এখানে লক্ষণীয় আপনি গ্রাফিক্স বা সফটওয়্যার ডিজাইনার হতে পারেন, তবে আপনার যদি ক্রিয়েটিভ কাজ করার সেন্স না থাকে তবে, তেমন আয় করতে পারবেন না। ক্রিয়েটিভ সেন্স সকল ক্রিয়েটিভ কাজের জন্য অপরিহার্য। এবং যে বিষয়েই কাজ করুন না কেন, আপনি যত অভিজ্ঞ হবেন এবং ক্রিয়েটিভ সেন্স এর অধিকরী ও দ্রুত কাজ শেষ করার ক্ষমতা অর্জন করতে পারবেন আপনার আয় ততই বাড়বে যেকোন কাজেই।

প্রশ্ন-৬: কাজ শিখার জন্য কত দিন সময় লাগবে?

উত্তরঃ কোন কাজই চাইলেই শিখে ফেলা যায় না। সেই কাজটির জন্য আপনার ইচ্ছা কতটুকু বা আপনি শিখতে পারবেন কিনা এসব বিষয়কে বিবেচনা করতে হবে। দেখুন…
আপনি যদি লিখালিখি মানে ব্লগিং থেকে আর্ন করতে ইচ্ছুক হন তবে, প্রাথমিক অবস্থায় আপনি কোন বিষয় নিয়ে ব্লগ লিখবেন তা আপনাকেই নির্বাচন করতে হবে। এবং সেই বিষয়টি কতদিন বা কতগুলো লিখতে পারবেন তাও আপনাকেই বিবেচনা করতে হবে। ব্লগিং এ এই বিষয়টি খুবই গুরুপ্তপূর্ণ। কি নিয়ে লিখবেন এবং কতদিন লিখে যেতে পারবেন তা নির্ধারন করতে পারলেই আপনি লিখা শুরু করতে পারেন। সাথে পালিশার প্রোগ্রামগুলো(যাদের মাধ্যমে আয় করবেন) কিভাবে কাজ করে, কিভাবে সেগুলোর একাউন্ট পেতে পারেন সব আস্তে আস্তে শিখবেন। তবে মূল বিষয় হলো আগে লিখার টপিক ঠিক কার এবং একাগ্রতার সাথে লিখে যাবার মানুষিকতা থাকতে হবে। তাহলেই সফল ব্লগার হতে বেশি সময় লাগবে না।
যদি আগের উত্তরের মত ডিজাইন রিলেডটড কাজ করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে নির্দিষ্ঠ বিষয়গুলো ভালভাবে রপ্ত করুন। একটি নির্দিষ্ঠ স্টেজ পর্যন্ত যা যাওয়া পর্যন্ত কাজে হাত দিবেন না। আবার পুরো শিখেই কাজ করবেন এমন চিন্তা নিয়ে থাকলে তা ঝেড়ে ফেলুন। কারন আপনি যতদিনে পূর্ণ শিক্ষা নিবেন(যদিও কোন কিছুই সম্পূর্ণ শিখা যায় না) ততদিনে আপনার সেই জায়গা অন্য একজজন ছিনায় নিবে প্রকৃতির নিয়মেই। তাই শিখার একটি নির্দিষ্ঠ স্টেজ এ চলে গেলেই আপনাকে কাজে নামতে হবে। তারপর আস্তে আস্তে শিখুন।

প্রশ্ন-৭: ব্লগিং করলে কি নিজের ওয়েবসাইট কি দরকার পড়বে? পড়লেও সেটা কি ফ্রি নিবো নাকি পেইড নিবো? পেইড নিলে কিভাবে, কাদের থেকে ওয়েব সাইট আর হোষ্টিং নিবো?

উত্তরঃ আয় করার জন্য ব্লগিং করলে নিজের ব্লগ করতেই হবে এমনটা বাধ্যবাধকতা নেই। আপনি অন্যের ব্লগে লিখেও আয় করতে পারবেন। তবে, অন্যের ব্লগে লিখতে হলে আপনার লিখায় কোয়ালিটি থাকতে হবে। সাজিয়ে এবং নির্ভূল লিখার অভ্যাস থাকতে হবে। সর্বপরি, যার ব্লগে লিখবেন তাকেও আপনার প্রতি ইন্টারেস্ট তৈরী করাতে হবে।
আর যদি ব্যক্তিগতভাবে ব্লগ করে আয় করতে ইচ্ছুক হন তবে অবশ্যই নিজের ব্লগ থাকতে হবে। এক্ষেত্রে নতুন ব্লগারদের আদর্শ হবে গুগলের ব্লগার.কম কে বেঁছে নেয়া। এতে আপনি সবকিছুই নিজের মত করে মোডিফাই করে আয় করার উপযোগী নিতে পারবেন। যা ওয়ার্ডপ্রেস.কম এ করতে পারবেন না। আপনি ইচ্ছা করলে ব্লগার.কম এর প্রিমিয়াম ডোমেইন কিনে নিয়ে সংযুক্ত করে নিতে পারবেন। এটা গেল ফ্রী হোস্টিং এর ক্ষেত্রে।
পেইড ব্লগিং(ওয়ার্ডপ্রেস.ওর্গ) এর ক্ষেত্রে আপনাকে অবশ্যই টাকা দিয়ে ডোমেইন, হোস্টিং কিনতে হবে। দেশের বাহিরে অনেক উন্নতমানের ডোমেইন এবং হোস্টিং কোম্পানী রয়েছে তবে আপনি পেপাল এবং ডেবিট/ক্রেডিট কার্ড ছাড়া তাদের সাথে লেনদেন করতে পারবেন না। তাই শুরুর দিকে আপনি দেশের থেকে এসব কিনতে পারেন।
আপনি চাইলে আমার থেকে ডোমেইন এবং হোস্টিং এর প্যাকেজ দেখতে এবং কিনতে পারবেন। ডোমেইন এবং হোস্টিং প্যাকেজ গুলো দেখুন এখানে

প্রশ্ন-৮: আমি একজন ওয়েব এবং গ্রাফিক্স ডিজাইনার হতে চাই, তাই কোন দিকে আগে আগাবো বা কোনটা সিলেক্ট করবো তা কিভাবে বুঝবো?

উত্তরঃ দেখুন একসাথে একাধিক বিষয় শিখতে যাওয়া মানে ভুল। প্রতিটি বিষয় স্বতন্ত্রভাবে শিখাটাই ভাল। তবে, আপনি যদি ওয়েব ডিজাইনার হতে চান তবে আপনারকে একাধারে গ্রাফিক্স ডিজাইনারও হতে হবে। আর স্বতন্ত্রভাবে গ্রাফিক্স ডিজাইনার হলেও হবে।
গ্রাফিক্স ডিজাইনার হতে হলেঃ স্থানীয় কোন প্রতিষ্ঠান থেকে শিখার পাশাপাশি অনলাইনেও চোঁখ বুলাতে হবে। যেসব সাইটগুলো শিখার জন্য পপুলার সেগুলো হলোঃ ১. www.photoshop-tutorials-plus.com, ২. www.photoshoptutorials.ws,
৩. www.photoshopessentials.com, ৪. http://www.tutorialized.com ৫. http://graphicssoft.about.com সহ নেটে সার্চ করলে আরো অনেক সাইট পাবেন য়েখানে ফ্রী শিখতে পারবেন।
ওয়েব ডিজাইনার হতে হলেঃ স্থানীয় কোন প্রতিষ্ঠান থেকে শিখার পাশাপাশি অনলাইনেও চোঁখ বুলাতে হবে। যেসব সাইটগুলো শিখার জন্য পপুলার সেগুলো হলোঃ ১. www.w3schools.com, ২. www.htmldog.com, ৩. www.php.net, ৪. http://www.tizag.com, ৫. http://www.quackit.com, ৬. http://www.freewebmasterhelp.com ।

প্রশ্ন-৯: যারা গ্রাফিক্স ডিজাইন বা ওয়েব ডিজাইন বা উপরের ৪নং প্রশ্নের কিছুই জানে না তাদের জন্য অন্য কি উপায় আছে আয় করার?

উত্তরঃ অবশ্যই আছে! দেখুন কাজের কোন শেষ নাই এবং আমি লিখেও শেষ করতে পারবো না। তাই ফ্রীলান্সার.কম এর প্রোজেক্ট লিঙ্কটি ভিজিট করে দেখুন আপনার পছন্দের কাজ কোনটি হতে পারে।

প্রশ্ন-১০: কাজ করার পর পেমেন্টে আনবো কিভাবে?

উত্তরঃ প্রথমতঃ আপনি যে ফ্রীলান্সিং সাইটের মাধ্যমে আয় করবেন আপনার বায়ার আপনাকে সেই সাইটেই পে করবে। অথবা অন্যকোন পেমেন্ট ট্রান্সিকশন সাইটে। তবে, বাহিরের বায়ারের সাথে কাজ করলে অবশ্যই ফ্রীলান্সিং সাইটের মাধ্যমে কাজ নেয়া এবং পেমেন্ট নেয়াও উচিত। এত আপনার বায়ার কাজের পর আপনাকে পেমেন্ট করতে অস্বীকৃতি জানালে আপনি সেই সাইটে অভিযোগ করতে পারবেন। এবং সম্ভব হলে ডিসপিউট দেয টাকাও নিতে পারবেন।
ফ্রীলান্স সাইটে পেমেন্ট পাওয়ার পর আপনাকে আপনার অনলাইন একাউন্টে(মানিবুকার্স, পেপাল, ওয়েবমানি) ডলার ট্রান্সফার করতে হবে। সেখানে থেকে লোকালী কেউ কিনতে চাইলে অথবা দেশীয় ব্যাংকের মাধ্যমে নগদ অর্থ হাতে পেতে পারেন।
আজ এই পর্যন্ত…
সবাই ভাল থাকুন,সুস্থ থাকুন। :) 

ব্লগ/ওয়েবসাইট কন্টেন্ট কপি আটকানো যায়না কেন

Wednesday, 4 January 2012
ওয়েবসাইট কিম্বা ব্লগের লেখা চুরি এবং সেটা আটকানোর নানাবিধ উপায়স্বরূপ অনেকেই অনেক কিছু ইতিমধ্যেই লিখেছেন। সেইসব টউনের মন্তব্যের ঘরে দেখেছি এক্সপার্টরা তার পরেও কপি করে লেখা পেস্ট করে দেখিয়েছেন। কিন্তু মূল কথাটি হচ্ছে কন্টেন্ট কপি রুখে দেওয়ার মতো ব্যবস্থা করা আসলেই কঠিন। পুরোপুরি রুখে দেওয়া যাবেনা একেবারেই। যেটুকু করা যাবে তা হল কপি করাকে অনেকটাই কঠিন করে দেওয়া যাবে। না, আমার এই লেখা আরেকটা টিপস এবং ট্রিকস নিয়ে লেখা নয়। অনেকেরই মনে এই নিয়ে প্রশ্ন আছে কিভাবে কন্টেন্ট চুরি আটকানো যাবে। উত্তর একটাই - আটকানো যাবেনা।
কেন আটকানো যাবেনা? সেটাও জেনে রাখা ভালো। খুব সহজ এবং সরল কারনেই আটকানো যাবেনা। ব্যাপারটা সামান্য ভেবে দেখলেই বুঝতে পারবেন (যারা এই বিষয়ে জানেন না এবং উপায় খুঁজে চলেছেন)। আমাদের ব্রাউজারে যখনই কোনো ওয়েবসাইট লোড হয়, ব্রাউজার দেখে এবং পড়ে সেই ওয়েবসাইটের কোড'কে। সেই কোড অনুযায়ী ব্রাউজার আমাদেরকে সেই ওয়েবসাইট দেখতে সাহায্য করে।
আমরা যদি এই কোড উধাও করে দিতে পারি, তাহলেই কন্টেন্ট চুরি রুখে দেওয়া সম্ভব হতো।
কিন্তু যদি আমরা সোর্স কোড উধাও করে ফেলি, তাহলে মানুষের সাথে সাথে ব্রাউজারও দেখতে পাবেনা ওই কোড, ফল স্বরূপ আমরা ওয়েবসাইটটাই দেখতে পারবোনা ব্রাউজারে। প্রযুক্তির এটা খুবই বেসিক একটা ব্যাপার। এই সামান্য ব্যাপারটা যারা জানেন না কিম্বা এইভাবে ভেবে দেখেননি, তারাই নিরন্তর খুঁজে চলেছেন কিভাবে কোন উপায়ে কন্টেন্ট চুরি আটকানো যায়।
আগেই বলেছি, চুরি আটকানো যাবেনা, কিন্তু যা করা যাবে তা হল চুরি করাকে আরো কঠিন করে তোলা যাবে। এই বিষয়ে অনেক টিউনার অনেক উপায় বলেছেন, সেইসব অনুসরণ করতে পারেন আপনারা। কপি প্রোটেক্ট করুন, রাইট ক্লিক বন্ধ করুন, আর সেইসাথে আমি দুটি টিপস জুড়ে দিচ্ছি কেবল - ওয়েব পেজের হেডার থেকে ENTER বোতাম চেপে body অংশটি অনেক নিচে নামিয়ে দিতে পারেন। এতে করে পেজের সোর্স দেখতে চেষ্টা করলে চোর কিছুটা হলেও ধন্দে পড়ে যাবে যে আসল লেখার অংশটি কই গেল। মূল অংশটি থাকবে, কিন্তু স্ক্রোল বার টেনে অনেক নিচে গেলে তবেই সেটা দেখা যাবে। আরেকটি কাজ করতে পারেন, এতে কন্টেন্ট চুরি আটকাবেনা, তবে আপনার আইডেন্টিটির ছাপ থাকবে যে মূল লেখা আপনার। লেখার মাঝে বেশ কিছু স্থানে নিচের দেখানো কোডের মতো লিখে দিন।
akashprodip.wordpress.com
স্বাভাবিক চোখে ওয়েবসাইট দেখা/পড়ার সময়ে এটা দেখা যাবেনা, কিন্তু সিলেক্ট করে কপি করে ফেললে এইটাও কপি হয়ে যাবে। যে ওয়েবসাইটে এটা কপি হয়ে পেস্ট হবে তার সোর্স কোডেও এইটা দেখা যাবে, গুগল রোবট এটা দেখতে পাবে। এর পরে আপনি চোরকে চ্যালেঞ্জ জানাতে পারবেন যে লেখাটি আপনার। আর, সার্চ ইঞ্জিনের রোবট যেহেতু এই কোড দেখতে পায়, তাই মূল লেখক আপনিই থেকে যাবেন, অন্য ওয়েবসাইটে লেখা প্রকাশ হলেও। (উপরে দেখানো কোডের মধ্যে http:// দেবেন না, তাহলে সাধারন চোখেই তা ধরা পরে যাবে)
এই ট্রিক অনুসরণ করলে চোরকে সহজেই কপি করতে দেবেন। কপি প্রোটেক্ট কিম্বা রাইট ক্লিক বন্ধ করে রাখবেন না। চোর যেন স্বাভাবিকভাবে এবং সহজেই সবটা কপি করে নিতে পারেন। তাহলেই তিনি স্বাভাবিকভাবে চিন্তাই করবেন না যে এইভাবে কোনো লুকানো কোড লেখা আছে। আমার এই লেখাটা সম্পুর্ণ কপি করে অন্য কোথাও পরীক্ষামূলকভাবে পেস্ট করে ব্লগ পোস্ট প্রকাশ করেই দেখুন, সোর্স কোডে দেখা যাচ্ছে কিনা আমার ওই লেখা কোডটা? অত্যন্ত স্বাভাবিক কপি/পেস্ট করেই দেখুন, আমাকে জানান।
আপাতত কন্টেন্ট চুরি রুখে ফেলার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন কারন যতোদিন না এমন প্রযুক্তি বের হচ্ছে যাতে সোর্স কোড হাইড করলেও ব্রাউজার সেটা দেখতে পাবে অন্য কোনো উপায়ে, ততোদিন পর্যন্ত কন্টেন্ট চুরি আটকানোর কোনো পথ নেই।


বন্ধ করুন কপি এবং সেন্ড টু

অনেক সময় আমাদের কম্পিউটারে অনেক প্রয়োজনীয় ডাটা থাকে যা আমারা কাউকে এর কপি দিতে চাই না। কিন্তু সবসময় তো আমরা আমাদের ডাটাগুলো পাসওয়ার্ড দিয়ে আটকেও রাখতে চাই না। তাহলে আমাদের কি করতে হবে?
Send To অপশন মেনু থেকে সরিয়ে রাখতে পারলে কেমন হয়? তাহলে তো আর পেনড্রাইভে কপি করতে পারবে না। চলুন ডাউনলোড করে নেই একটি ফাইল যাতে Sent To অপশন অন-অফ করার দুটি reg ফাইল আছে।
Download(1kb)
Unzip করে DisableSendTo.reg তে ডাবল ক্লিক করে দেখুন মাউসের রাইট ক্লিক মেনু থেকে Send To অপশনটি উধাও হয়ে গেছে।:( Send To অপশনটি ফিরিয়ে আনতে restoresendto.reg তে ডাবল ক্লিক করে ok করুন।
এখন ভাবছেন, এইটা একটা কাজ হল। কপি-পেস্ট করে তো নিয়ে যাবে।:( হুম!!!
এখন আরেকটি ফাইল ডাউনলোড করে নিন যেটা আপনার পিসির সব রকম cut, copy, paste, delete অপশনগুলোকে বিরত(Disable) রাখবে।এখন থেকে ভুল আর করে কোন ফাইল ডিলিট হবে না। এমনকি এটা কীবোর্ডের Shortcut কেও Disable করে।
Download(200kb)
গেল তো সব বন্ধ হয়ে, এখন আপনার কি হবে? যখন Cut, Copy, Paste, Delete অপশনগুলো আপনার প্রয়োজন হবে তখন Ctrl+Alt+Delete চেপে Task Manager ওপেন করুন। Process খুজে stopper.exe বন্ধ করে দিন নিচের চিত্রের মত।
সবাই ভাল থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। টিউনটি কেমন হল জানাবেন। আল্লাহ হাফিজ।

ওডেস্ক

আচ্ছা ওডেস্ক কি? এটা আবার কোথা থেকে আসল । ভাই এই প্রশ্নের সম্মুখীন হতে আমি আমার এ টিউন করিনি । যেহেতু এটি একটি টিউন তাই সকলের বোধগম্য করে তোলা একটি টিউনারের নৈতিক দায়িত্ব ... এটাও আমার অজানা নয়। :p
তাই আবার প্রশ্ন করে বইসেন না তাহলে টাইটেল টা কেন ফ্রীল্যান্সিং দিয়ে শুরু করলেন না । এত এক্সপার্ট দের ভীরে আমিত হারাইয়াই যাব । তাহলে আপনি টিউন করেন না কেন । হুম ভাই তাইত করতেছি একটু ধৈর্য ধরেন ... আপাতত এই কথার ভিত্তি নাই ।
আসলে টিউনটা ফ্রিল্যান্সিং বিষয়ে ই...

 ফ্রিল্যান্সিং কি?


নিজেকে আত্বনির্ভরশীল করার লক্ষ্যে সিমীত সময়ের জন্য যে কাজে নিজেকে নিয়োগ করা হয় তাকে ফ্রিল্যান্সিং বলে ।
 

ফ্রিল্যান্সিং এর অপকারিতাঃ (মনে ব্যাথা নিয়েন না উপকারিতা আসিতেছে)

১ আপনি কোন কাজকেই গ্যারান্টি দিয়ে বলে দিতে পারবেন না এর স্থায়িত্ব এতদিন
২ আপনার ইমপ্লোয়ার যেকোন সময় টাকার অভাবে পরতে পারে (তার মানে আপনাকেও --- মানে ভার্চুয়াল স্ট্রাইক???)
৩ ফিক্সড প্রাইস জব এর ক্ষেত্রে টাকা না পাওয়ার সম্ভাবনা
৪ এমপ্লোয়ার পরিবর্তন >>> মানে নিজের এটিচুডের আমুল পরিবর্তন
৫ কাজের জন্য বিড (কিছু জব এ ১০০০ জন কে টপকে আপনাকে পেতে হবে) >>> এগেইন নট সিউর ম্যান :(
৬ একি স্কিল এর কাজ করা (ডাটা এন্ট্রি অপারেটর ছি কেমন শোনায় < আমি হব পিএইচপি এক্সপার্ট)

উপকারিতা (কেবল ওডেস্ক এর) হুমঃ

উপকারিতা ভাই অনেক... এবার খুশি হলেন তাইনা??? কিন্তু... শর্ত প্রযোজ্য...  :p

১>>>

যেকোন স্কিল বা ক্যাটাগরিতে এ মুভ করা যায়ঃ

ওডেস্কে যারা কাজ করেন তাদের জন্য স্কিল বা ক্যাটাগরি শুনলে ঘাবড়ে উঠার কথা নয় । যারা কাজ পায়না তাদের জন্য নিতান্তই ব্যাপারটা দুশ্চিন্তার মত ।
স্কিল বা ক্যাটাগরিতে মুভ করবেন দুটি উপায়ে...

প্রথমত আপনার টাইটেল পরিবর্তন করে । যেমন, আপনার টাইটেল ছিল এরকম Data entry expert, X cart, Zen Cart, Ebay, Excell, Copy paste আপনি মুভ করবেন লিঙ্ক বিল্ডিং এ তাহলে এরকম শর্টকাট করতে পারেন Data Entry professional and Link Building Specialist (Virtual Assistant)

দ্বিতীয়ত আপনার কভার লেটার এ কিছু এডিশনাল স্কিল যোগ করে । এর আগে আমি আপনাদের একটি সুন্দর কভার লেটার এর উদাহরন দিব ।

(জব-পোস্ট এ কোন সাইন উল্লেখ থাকলে এখানে বসবে, না থাকলে বসবে না যেমন, You have to reply with 'john' in your cover letter. Otherwise i mark it as SPAM)
'john'
Dear Sir,

I am writing to apply for the position of .......... (যে কাজ এ বিড করছেন তার নাম)

I am currently undertaking ...(ইন্সটিটিউট); I have recently completed a course ...... (এডিশনাল কোর্স)

Although I have a little experience ... (যেকোন এক্সপেরিয়েন্স)

I am a regular blogger where I need to build my several links of sites is available for your review at:
1...
2... (পোর্টফোলিও সাইট যেখানে আপনার স্কিল, ব্লগ, কমপ্লিটেড কাজ গুলো আপনি তাকে দেখাবেন
3...  >>> ফ্রি ব্লগ অথবা .tk ডোমেইন ব্যবহার করতে পারেন)
and I have ...(সোশ্যাল মিডিয়া)  accounts with 500+ friends where I can depend with my work.

My overall skills:
1.
2.
3. ... (আপনার স্কিল গুলো প্রকাশ করুন কমনগুলো যেমনঃ web research, Data Entry, Postings etc)

My ..... (এখানে আপনি যে জবের জন্য এপ্লাই করছেন যেমনঃ virtual assistant) skills:
1.
2.
3. .... (শুধুমাত্র ঐ জবের জন্য উপযুক্ত স্কিল যেমনঃ virtual assistant এর জন্য phone skill, database management, office etc)
So, my personal thinking - the person combines of these skills make your job post perfect.

***Why I am a reliable applicant for the desired post:
1. কত বছরের অভিগ্যতা কোন বিষয়ের উপর
2. কেন তোমাকে ওদের কোম্পনীতে নিলে ওদের সুবিধা হবে
3. তোমার বৈশিষ্ট্যসমূহ (reliable, cooperative etc)
4. ইত্যাদি ইত্যাদি

***My recent Works:
এখানে কিছু বলার নেই । যদি থাকে তাহলে দিবেন এক এক করে । আর না থাকলে একটা দুইটা চাপা মারতে দোষ কি??? নিজে বাচলে বাপের নাম । :O যেমনঃ আপনি copy paste program এর জব-পোস্ট এর জন্য এপ্লাই করেছেন তাহলে এখানে এড করতে পারেন I have worked as a data entry operator in Zen Cart platform.

If I can provide you any further information on my background or qualifications, Please let me know. You can see my portfolio for something detail and work history either. I am currently available full-time in a week and can be reached online ....(ম্যাসেঞ্জার সমূহ) And my bid is not only for my job but also a value of dignity; so, you have the ability to confirm it.

I would be pleased to attend for an interview at any convenient time and look forward to hearing from you. Thank you for your consideration


Yours sincerely,
- (আপনার নাম)
২>>>

জব পাওয়া সহজঃ

এজন্য আপনাকে বিভিন্ন দিক খেয়াল রাখতে হবে ।

প্রথমত, এমপ্লোয়ার কি স্বল্পখরুচে ওয়ার্কার চায় নাকি বেশি খরুচে । স্বল্পখরুচে এটা বুঝবেন কিভাবে???
অনেক সময় জব পোস্টেই উল্লেখ থাকে I need bids in the range between .5 - 1 $. Need cheap but reliable contractor so bid accordingly. তার মানে এই আপনি রেঞ্জ এর নিচে বিড করুন কাজ তাহলে মোটামুটি সিউর ।
আরেকটা ক্ষেত্রে দেখা যায় আপনি যে জব এ এপ্লাই করবেন ঐ এমপ্লোয়ার এর কোম্পানী তে যতজন আছে সব কন্ট্রাক্টর এর রেট মোটামুটি কম আর ফিক্সড প্রাইস এ হায়ার করা । তার মানে তার জব পোস্টেও কম রেটে বিড করুন। আর ফিক্সড প্রাইস এর ক্ষেত্রে এমপ্লোয়ার কে টাইমলাইন ঠিক করে দেন যে আপনি অনেক দ্রুত কাজটি শেষ করতে পারবেন (যেমন কভার লেটার এ লিখবেন This work is too easy for me. I have done a big project almost related to this. I can do this work nearly in 3 days. If you need it hurry i can minimize my duration. আর আপফ্রন্ট পেমেন্ট চাবেন না ।
আর বেশিখরুচে হলে আপাতত নতুনদের চাপ্টার বাদ... তখন আওয়ারলি জবের ক্ষেত্রে আপনার কভার লেটার এ রিসেন্ট কমপ্লিটেড জবের অপশনে প্রাধান্য দিন । ওখানে মোটামুটি আপনার সবগুলো প্রজেক্ট এক এক করে পরিবেশন করুন । আর ফিক্সড প্রাইস এর ক্ষেত্রে আপফ্রন্ট পেমেন্ট অর্ধেকের বেশী ধরুন । (বস ভাববে এটা কি না কি মাল :P )

দ্বিতীয়ত, প্রথম বিডার হবার চেষ্টা করুন । কারন একটা জব-পোস্ট এর প্রাথমিক অবস্থায় এমপ্লোয়ার অনলাইন থাকে বেশি ।

তৃতীয়ত, বেশি বিডার থাকলে আর কেঊ যদি ইন্টারভিউ তে না থাকে... তাহলে বুঝবেন উনি কমদামী বিডার খুজছেন । তাই তিন ভাগের এক ভাগ বিডে চালিয়ে যান কারন নাই মামার চেয়ে কানা মামা ভাল । যেমনঃ

Employer Activity on this Job:

Last Viewed  : 2 hours ago
Applicants: 45 (avg $1.85 hr)
Interviewing: 0 
এখানে আপনি বিড করবেন 1.85/3= 0.62


চতুর্থত, ইন্টারভিউ এর মদ্ধে কেউ থাকলে আপনাকে অবশই লক্ষ রাখতে হবে তাদের এভারেজ এর উপর । এভারেজ টাই বিড করুন আর applicant list থেকে দেখে নিন ওদের সাথে পাল্লা দিতে পারবেন কিনা? নাহলে আপাতত একটা এপ্লিকেশন স্প্যাম না করাই ভাল ।


Employer Activity on this Job:

Last Viewed  : 2 hours ago
Applicants: 45 (avg $2.14/hr)
Interviewing: 3 (avg $1.85/hr)



পঞ্ছমত, বিড করুন একটা নির্দিষ্ট সময় পর পর । ধরুন সর্বনিম্ন ১৫ মিনিট । আপনি একটা জব এ এপ্লাই করলেন । আপনার কভার লেটার ভালো হলে এমপ্লোয়ার আপনার প্রোফাইল ভিজিট করবে । আর উনি যিদি দেখেন আপনি আধ ঘন্টায় ১০ টা জব এ এপ্লাই করেছেন । তার মানে আপনি স্প্যামার । খাইছে আমারে । আমি আইছি কাজ করতে আমারে কয় স্প্যামার । তোর... থাক ও ভালো ছেলে । :D

 
৩>>>

টাকার কোন রিস্ক নাইঃ

মোটামুটি সবার জানা আছে । মানিবুকার্স, পাইওনিয়ার, আর ক্রেডিট কার্ড হলেত কথাই নেই মারহাবা ।

৪>>>

প্রফেশনাল হিসেবে নিজেকে গড়ে তোলা যায়ঃ

নিজেকে প্রফেশনাল হিসেবে গড়ে তুলতে আগে আপনাকে ভাবতে হবে আপনি কোন বিষয়ে বেশি পারদর্শী । ওডেস্ক এ মোটামুটি ১০০ স্কিল এর জব আছে । এই স্কিল ই একজন কন্ট্রাক্টরের টাইটেল হিসেবে কাজ করতে পারে যদি কিনা সে ঐ স্কিল এ দক্ষ হয় । মনে করেন আপনার Data Entry স্কিল ভালো । তাহলে আপনি আপনার টাইটেল এ Data Entry Professional দিলেই কি আপনি কাজ পেয়ে যাবেন ? না, আপনার রিজিউম হতে হবে জাকজমকপূর্ন আর হতে হবে আনাচে কানাচে ভরপুর । Data Entry এর বিভিন্ন বিষয় এর উপর স্কিল টেস্ট দিয়ে নিজেকে এক ধাপ এগিয়ে নিতে পারেন আপনি । বিভিন্ন স্কিল আর পোর্টফোলিও যোগ করার মাধ্যমে নিজেকে প্রোফেশনাল দের মাঝে দেখানোর একটা উপলক্ষ তৈরী করতে পারেন ।
উচ্চাকাঙ্খি + টাকা উপার্জনের রসবোধ এর উপর বিবেচনা করে আমি একটা চার্ট বানিয়েছি আপনাদের জন্য... (ওডেস্ক এ আপনি কোন স্কিল এ পারদর্শী)


SkillAvg Job
(per month)
Avg Rate
(profile rate)
Avg Bid
(persons
per job)
Time
to Hire after job post
Avg Income
per week
Risk Zone
(no income source)
1
Web Developer
10000
$15
50
1 week
$200
none
2
Mobile App Developer
8000
$20
30
2 weeks
$200
none
3
RIA Developer
3000
$30
20
1 week
$200
none
4
HR Management
3000
$25
25
2 weeks
$200
none
5
Legal Specialist
5000
$20
30
1 week
$200
after 1 year
6
Database Developer
10000
$30
30
2 weeks
$200
none
7
Software Developer
5000
$25
30
2 weeks
$200
none
8
Web App Developer
5000
$20
40
1 month
$180
after 2 years
9
Java Developer
5000
$20
40
2 weeks
$180
after 1 year
10
Recruiter
5000
$15
40
2 days
$180
none
11
System Administrator
3000
$20
30
2 weeks
$180
none
12
Server Administrator
2000
$25
25
1 week
$180
none
13
Transcriptionist
300
$10
15
2 days
$150
after 3 month
14
Network Admin
1000
$15
30
2 weeks
$150
none
15
Web Designer
10000
$15
50
1 week
$150
none
16
Ruby on Rails
3000
$15
30
2 weeks
$150
none
17
Project Manager
3000
$20
20
1 month
$150
none
18
Sales and Marketing Expert
3000
$15
15
1 week
$150
none
19
Video Specialist
5000
$15
30
1 month
$150
none
20
Animation Designer
1000
$15
15
1 month
$150
none
21
Python Developer
1000
$20
15
1 week
$150
none
22
Technical Writer
10000
$8
50
1 week
$120
none
23
wordpress Developer
1000
$15
40
2 weeks
$150
none
24
Ecommerce
5000
$20
30
2 weeks
$120
after 1 year
25
SEO Expert
15000
$3
30
1 week
$120
after 2 years
26
Telemarketer
5000
$10
30
1 week
$120
none
27
Team Manager
3000
$15
40
1 week
$120
after 2 years
28
Translator
5000
$10
20
2 weeks
$120
after 2 years
29
Bookkeeper
2000
$10
20
5 days
$120
none
30
Technical Support
500
$20
20
3 days
$120
none
31
Craiglist Specialist
7000
$8
60
1 week
$120
none
32
Web Research Specialist
5000
$8
40
2 weeks
$120
after 1 year
33
Graphic Designer
10000
$8
100
2 weeks
$120
after 2 years
34
PHP/MYSQL Developer
5000
$10
20
1 week
$100
after 1 year
35
HTML Specialist
3000
$8
50
3 days
$100
after 2 years
36
Blogger
5000
$5
60
3 days
$100
none
37
Copywriter
8000
$7
40
1 week
$100
none
38
Customer Support
10000
$5
30
1 month
$100
none
39
Freelance Writer
20000
$8
80
2 weeks
$100
none
40
Logo Designer
3000
$5
70
3 days
$100
none
41
Accountant
5000
$10
50
1 month
$100
none
42
Slaes and Lead Generation
5000
$10
50
2 weeks
$80
none
43
Backlink Expert
10000
$3
70
2 days
$80
none
44
Spinner
10000
$5
80
2 days
$80
none
45
Virtual Assistant
10000
$4
50
10 days
$80
none
46
Proof Reader
1000
$8
20
1 week
$80
after 1 year
47
Administrative support
10000
$1
80
3 days
$60
none
48
Link Builder
10000
$2
80
2 days
$50
after 2 years
49
Data Entry Professional
20000
$1.50
100
5 days
$50
none
50
Social Media Marketer
3000
$5
70
1 week
$50
none
এখন চিন্তার বিষয় আপনি কতদিন এখানে সারভাইভ করতে পারেন ।
৫>>>

খুব সহজেই নিজেকে টিকিয়া রাখাঃ

ওডেস্ক এ সচল ফোরাম, বিভিন্ন দক্ষদের নিয়ে গড়া গ্রুপ, বিভিন্ন এজেন্সী এসকল মাধ্যমে নিজে না পারলেও জয়েন করার মাধ্যমে নিজেকে গড়ে তোলা যায় । কিন্তু আগ্রহ হারালে চলবে না ।

৬>>>

 স্বচ্ছ টিউটোরিয়ালঃ

ওডেস্ক এর ভিডিও টিউটোরিয়াল গুলো এক্সপার্ট দের করা । অনেক সাহায্য করবে । হেল্প অপশনে সাহায্য নিতে পারেন ।

৭>>>

সহজ সার্চ অপশনঃ


আপনার জবের জন্য সার্চ করা যেকোন কিওয়ার্ড সেভ করে রাখুন । ক্যাটগরি সার্চ করুন বেশি বেশি বিড করার জন্য ।

আর কিছু জানতে আমাকে মেইল করতে পারেন arnav.faim@gmail.com
স্কাইপিঃ stranger.bd
আমাকে সারাজিবন যারা মোটিভেট করেছেন
  • আবু ভাই>>> https://www.odesk.com/users/~~9502d3f2baf0b9ab (ওয়েবসাইট ডেভেলপার)
  • ইসমাইল মামু>>> https://www.odesk.com/users/~~b177bfbb1ca238ef (ডাটা এন্ট্রি প্রফেশনাল, স্টাফিং ম্যানেজার)
  • আনোয়ার ভাই>>> https://www.odesk.com/users/~~09679901bdedebc2 (ওয়েবসাইট এন্ড গ্রাফিক্স ডিজাইনার)
  • আমারটা :p >>> https://www.odesk.com/users/~~4db087408e8c2b18 (এসইও এক্সপার্ট)

এই পোস্ট আমি উনাদের আর আমার পরিবারকে উতসর্গ করলাম ।
যাই হোক নতুনরা নেমে যান । আর পুরাতনরা মোটিভেট ত??? প্লিজ কমেন্ট এ জানাবেন । আমি অতীতেও কোন টিউনের জন্য খারাপ কমেন্ট পাইনি । আসলে নিজের গুনগান গাইছি না... জানাতে চাইছি আপনারাই বস । :D
পোস্টটি আগে এখানে প্রকাশিত... http://wp.me/p21Ugs-1b

From 

আমাকে দিয়ে কি কিছু হবে আসলে ?

Tuesday, 3 January 2012
আসুন কিছু প্রশ্ন দেখি যা সচরাচর ই আমাদের কানে আসে -
  • আমার কাজ করতে ইচ্ছা করে; কিন্তু কি করি ?? কিছু তো পারি না।
  • ভাবতেছি কাজ শিখবো; কিছু একটা করা দরকার।
  • দূর এসব কাজ ফাজ করে কি হবে। মুভি দেইখ্যা কূল পাইনা।
  • শিখবো শিখবো ; সময় তো চলে যাচ্ছে না।
  • আরে দূর এতো ইঙ্কাম দিয়া কি হবে ?? আমার জন্য এসব না।
  • আচ্ছা আমাকে কি কি করতে হবে। একটু বলে দিলে ভালো হতো।
  • আমি কি করবো কিছু বুজি না।
প্রশ্নগুলোর উত্তর নিচেঃ
এগুলা সব ছোট বড় সবার কাছ থেকে শুনা কথা গুলা। সব মনে নাই থাকলে লিখে দিতাম। যদি মনে পরে আপডেট করে দিবো। আর সব কথা গুলা আমাকে বলে নাই। কিছু কিছু অন্যের কাছে বলছে। আমি ছিলাম সেখানে। লেখার মূল উদ্দেশ্যে টা পরে বলি। আগে এই প্রশ্ন/মন্তব্য গুলার উত্তর দেই। স্বাভাবিক কিছু উত্তর। এগুলা গাইডলাইন না।
লেখাটা পড়ে হয়তো কেউ গালি ও দিতে পারে কেউ ধন্যবাদ ও দিতে পারে। এটা অবশ্য আমার মাথা ব্যাথা ও না। যদি কারো বিন্দুপরিমান ও উপকার হয় তাতেই হবে।আমার অজান্তে হলেই সব চেয়ে খুশি হবো।
উত্তরঃ একঃ পারবা কেমনে ?? এই কথা তো ৬ মাস আগে ও শুনছি তুমি কিছু পারো না । এই ছয় মাস মাসে খাইছো আর ঘুমাইছো। আর ২ দিন পর পর বলছো "আমার কাজ করতে ইচ্ছা করে; কিন্তু কি করি ?? কিছু তো পারি না" "আমার কাজ করতে ইচ্ছা করে; কিন্তু কি করি ?? কিছু তো পারি না" , এটা না বলে ২/৩ টা জিনিস ঠিক করে কি কিছু শুরু করা যেত না ?? কিছু না হোক ২ কলম জানা হতো। সবকিছুর মূল উদ্দেশ্য যদি হয়ে যায় টাকা তাহলে আমার মনে হয় এই কথা টা পাচ বছর পরও আমি তোমার মুখ শুনবো।
উত্তরঃদুইঃ শিখো মানা করছে কে? হা হুতাশ করার কি আছে ? হা হুতাশ করতে করতেই তো এতোদিন পার করছো। এইবার একটু জ্ঞান নাও। কিছু করো যা এখন যেমন লাগবে ভবিষ্যতে ও লাগবে। কিছু একটা করা দরকার তুমি বুজো , আর একজনরে বুজাও ও কিন্তু নিজেই কিছু করো না। এইভাবে কদ্দিন ??
উত্তরঃ তিনঃ ভাই/বোন , মুভি তো আমি ও দেখি, আমার গুরু ও দেখে। তোর থেইয়া না হয় দুইডা কম ই দেখছি। তোরে আমার কিছু কওয়ার নাই। তুই মুভি দেখ। আর সিরিয়াস বিষয় নিয়া ভাব। আবার দুইদিন ঝিম মারার পর মুভি দেখা শুরু কর।
উত্তরঃ চারঃ সেটাই। সময় থেমে আছে। আজ কিছু করলে ২/৩ বছর পর পড়াশোনা শেষ করে কি করবা? ভার্সিটি লাইফ যদি এনজয় ই না করতেই পারলাম !!!!
এটা কারা বলে ? যদি হও তুই দুলাল, তোর বাপের নাম হয় আলাল। তুই তাইলে ক। আর যদি তা না হোস তাইলে কপালে দুঃখ আছে। আর কিছু কইলাম না।
উত্তরঃপাচঃ ডার্লিংরে তো গিফট দাও ঠিক ই হাজার টাকার। এতো ইঙ্কাম দিয়া তোমার কাম কি।বাপ আছে না। তবে তোমার দ্বারা হবে একদিন। তবে অনেক কিছু হারানোর পর। তখন দীর্ঘনিশ্বাস শুনানোর জন্য ও লোক পাইবা না।
উত্তরঃপাঁচ/ছয়ঃ অনেক কিছুই করতে হবে। আসলে কি করবো আমরা, সেটা শিখা এবং করা টা যতটা না জরুরী। তার থেকে বেশি জরুরী মনে হয় এটাই যে আসলে আমরা কি করবো। আমরা কিভাবে ঠিক করবো যে আমরা ২ দিন পর কি করবো অথবা আমাদের ক্যারিয়ার টা কি হবে।
কিছু বক্তব্য এই ব্যাপারেঃ বড় থেকে শুরু করি। আমরা অনেকে আইটি ফ্যাকাল্টিতে পরি খুবই স্বাভাবিক ভাবে আমাদের ক্যারিয়ার আইটি মুখী হবে।আর যারা পড়ি না তাদের সংখ্যাও এখন নেহায়েত কম না যারা চান তাদের কর্মজীবন ও এই মুখী করতে। আমাদের দিক বিবেচনা করলে কত সেক্টর আছে নিজেকে তুলে ধরার তা বলে শেষ করা যাবে না। প্রতিদিন ই নিত্যনতুন জব সেকশন তৈরী হচ্ছে। যে কোন একদিকে নিজেকে দক্ষ করে তুলতে পারলে কর্মজীবনে তাকে আর পিছন ফিরে তাকাতে হবে না। তবে এখানে যেটা অব্যশই বলা দরকার তা হলো, যা হাতের কাছে পাবো তা ভালো না লাগলে ও অন্তত একবার ঘেটে দেখবো এমন মনোভাব থাকা উচিত। তুমি একজন গ্রাফিক্স ডিজাইনার। কিন্তু আজ তোমার খুবই ক্লোজ ফ্রেন্ড কি সব হিবিজিবি কোডিং ফোডিং পারে। তোমার দেখা উচিত আসলে সে কি করে। তেমনি যে হিবিজিবি কোডিং ফোডিং পারে তার ও দেখা উচিত যে তুমি যখন গ্রাফিক্সের কিছু করো সেটা কিভাবে করো। শিখার/দেখার/অন্য যা কিছুই জন্য ই হোক না কেন দেখাটা আমাদের অবশ্য করনীয়। হয়তো কোনদিন একদিন সেটাই তোমাকে অনেক বড় একটা সাফল্য পেতে সহযোগিতা করবে। আর এই বিশ্ববিদ্যালয় জীবনে আমরা কোন একটা ফিক্স কাজে একপার্ট হলে ও আসলে আমরা কিন্তু আসলে নিশ্চিত নই যে পরর্বতীতে আমরা কি করবো। দেখা গেলো , তুমি সারা লাইফ করে আসলে নেটওয়ার্ক সিকিউরিটির কাজ এখন তোমাকে করা লাগতে পারে ওয়েব এর কাজ। এটা খুবই ব্যতিক্রম কিছু না। ক্যারিয়ারে সার্থে তখন হয়তো তোমাকে ওটা ও করা লাগতে পারে। কিন্তু যেটা তোমার ভালো লাগে না যেটা করে মন থেকে শান্তি পাও না। তা থেকে বিরত থাকাই ভালো। জীবনে টাকা টাই সবচেয়ে গুরুত্তপূর্ন ইলিমেন্ট না।
একজন সফল ব্যক্তির একটি উক্তি মনে পড়লোঃ "বড়দের ভাষ্যমতে জীবনে অনেক সময় নষ্ট করেছি, বস্তুত নিজের মনের মত করে চলেছি। হয়তো এতদিনে ব্যাংকে কোটি কোটি টাকা জমাতে পারতাম, কিন্তু সেই কোটি কোটি টাকা কি আমার নিজের মত করে পার করা আনন্দময় জীবনটা ফেরত দিতে পারতো? কেউ কোটি কোটি টাকার পেছনে ছুটে জীবন পার করেও যে বস্তুটার সন্ধান পায় না সেটা যদি আমি এমনিতেই পাই তাহলে কি দরকার এত কষ্ট করার? বাকীটা জীবনও নিজের মতই কাটাবো... চোখ বন্ধ করলেই যেটা পাই সেটার জন্য হন্যে হয়ে ঘোরার কোন মানে হয় না।"
এবার কিছু ফাউল কথাঃ
কি হবো সেটা কিভাবে ঠিক করবো ? এটা ঠিক করার যদি একটা উপায় পাওয়া যেত কতই না ভালো হতো , তাই না ? দেখি চেষ্টা করে একটা উপায় দিতে পারি কিনা।

প্রথমেই সব গুলো জিনিস একটু ঘেটে দেখি। আসলে আছে কি এই প্রযুক্তি/ওয়েব এই জিনিসগুলার মধ্যে। এক নং এ যেটাই সবার মাথায় আসে সেটা হলো গ্রাফিক্স/এসইও/প্রোগ্রামিং ; এসব একজনের জন্যে নিম্ম মানের থেকে সর্বোচ্চমানের কাজের হাতিয়ার। রড না কিনে বিল্ডিং বানানোর কথা চিন্তা করা যেমন বোকামি তেমনি কিছু না জেনে কাজ করার কথা চিন্তা করার ও গাধামির সমতুল্য।[আমার মনে হয় এটা কেউ চিন্তা করে ও না , :D ]
নিজেকে একজন প্রোগ্রামার / সফটওয়্যার ডেভলপার হিসেবে দেখতে চাইলে সি দেখে শুরু করে জাভা, সি++, সি শার্প, পিএইচপি, পাইথন, পার্ল , রুবি এইসব নানা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দক্ষ হওয়া জরুরী। বিগিনার হিসেবে সি, জাভা, পিএইচপি। এই তিনটি ল্যাঙ্গুয়েজ এ দক্ষ হওয়া ছাড়া কোন উপায় নাই। এখানে বিগিনার বলতে অন্তত বিশ্ববিদ্যালয় জীবনেই এই তিনটি ল্যাঙ্গুইয়েজে দক্ষ হতেই হবে।তবে কেউ যদি কোন একটি ল্যাঙ্গুয়েজে অত্যন্ত দক্ষ হতে চায়। এবং শুধু সেটি নিয়েই পরে থাকতে চায়। সেটা ও সমস্যা হবে না বলে আমি মনে করি।
এবার আসি কিভাবে শিখবো এই সব এসইও/ প্রোগামিং/ডিজাইনিং। আমরা এখন জানি না আমরা কিভাবে শিখবো। সবসময় চিন্তা করে যাই কেউ এসে আমাকে দেখাবে , কেউ আমাকে গাইডলাইন দিবে, কেউ আমাকে দিনের পর দিন সব আমাকে হাতে কলমে ধরিয়ে ধরিয়ে দেখাবে। যারা এটা ভাবে তারা বোকার সর্গে বাস করে। এমন কাউকে যদি সে পায় সেটা বোনাস এবং পেলে সেটা কাজে লাগাতে হবে। কিন্তু কাউকে না পেলে আমরা হাত গুটিয়ে বসে থাকি, আমার এতো ই অলস। যদি ব্যাপার টা এমন ই হতো তাহলে প্রথম বলে শব্দটা থাকতো না। আমার একজন প্রিয় ব্যক্তি হাসিন হায়দার।একটা প্রশ্নের জবাবে কি উওর দেয় সেটা শুনি আসুন। উল্লেখ্য তিনিই বাংলাদেশে প্রথম Zend Certified ইঞ্জিনিয়ার।
আপনি তো বাংলাদেশের প্রথম ZCE (Zend Certified Engineer ), আপনার ZCE হওয়ার গল্পটা শুনতে চাই?
হাসিন হায়দার: আমি যখন ZCE হওয়ার পরিকল্পনা করছিলাম তখন এই বিষয়ে রিসোর্স খুজে পাওয়া অনেক কষ্টের ছিল । এবং মানুষজন এমনভাবে তাকাতো যেন আমি ভীনগ্রহের কোন এলিয়েন ! অনেক খোজাখোজির পর নেট থেকে এই বিষয়ের কিছু বই পেলাম এবং সিদ্ধান্ত নিলাম পরীক্ষাটা দেয়ার । তিন চার মাসের বেতনের টাকা জমিয়ে পরীক্ষার ফি জোগাড় করলাম । তখন আমি একটা চাকরি করছিলাম এবং ওটাই আমার একমাত্র আয়ের উৎস ছিল । উপার্জনটা কষ্টের ছিল এবং ফেল করার ভার বহন করা আমার পক্ষে সম্ভব ছিল না । তাই আমি অনেক desperate ছিলাম । আর কোন কিছুতে প্রথম হওয়ার আনন্দের ব্যাপারটাও মাথায় ছিল । দেশে তখন কেউ ZCE ছিল না এবং এটা আমার কাজে ব্যবহৃত টুল PHP এর সাথেও সামন্জস্যপূর্ণ ছিল । তাই আমি ZCE পরীক্ষায় অংশ নিলাম । [সংগ্রহীত]
কি বোঝলাম? আসলে ইচ্ছাটাই বড় ব্যাপার। প্রকৃত ইচ্ছা থাকলে অনেক কিছুই তুমি পাবে। বই মানুষের প্রকৃত বন্ধু। কথা টা শুনতে কান এমন পচা পচছে যে এখন এই কথা কেউ বললে তা কানের এস্টেশিয়ান টিউব পর্যন্ত আর পৌঁছে না। আগে ই নাভার্স সিস্টম থেকে আউট হয়ে যায়। কিন্তু এটাই বাস্তব সত্য যে জানার শিখার জন্য বই এর মতো বন্ধু আর নাই। কি শিখবে তুমি? Html ?? না CSS ?? না JavaScript ?? একটা বই কিনে ফেলো না। যদি নেটে থেকে সার্চ করে পড়তে এতো ই কষ্ট হয় তোমার। বই কিনে কেউ কোনদিন দেউলিয়া হয় না। এটা নিশ্চয় মনে করিয়ে দিতে হবে না। বই কিনার অর্থ নিশ্চয় সবার আছে। আর যার নাই সে বড় / ছোট/ বন্ধু কারো কাছে না কারো কাছে একটা বই পাবেই না হলে ই বুক। একটা না একটা হবেই। যদি তার শিখার বিন্দুমাত্র আগ্রহ থাকে।
আসল পথ থেকে অনেক দূর চলে গেলাম। কি হবো সেটা কিভাবে ঠিক করবো বলার কথা। প্রোগামিং নিয়ে কথা হলো। সবাইকে দিয়ে প্রোগ্রামিং হবে এমন কোন কথা নাই। তবে বেসিক প্রোগ্রামিং না জানলে এই সেক্টরে জব সেকশন খুবই সীমিত হয়ে যাবে তোমার জন্য। যেমনঃ তুমি পারবেনা ওয়েব ডিজাইনার হতে, ওয়েব এপ্লিকেশন বানাতে, ডেস্কটপ এপ্লিকেশন বানাতে, পারবেননা ডাটাবেজ/নেটওয়ার্কিংয়ের অনেক কাজ করতে। তাই কম বেশি এটা সবার একদিন না একদিন জানতে ই হবে।
এখন দেখি কি আছে প্রোগ্রামিং ছাড়া। বর্তমান বিশ্বের বড় একটি মার্কেটপ্লেস দখল করে আছে 2D/3D এনিমেশন প্লাটফর্ম। অথচ আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত আমার জানা মতে ভালো কোন এনিমেটর নাই যে বিশ্বেমানের এনিমেশন কার্টুন/মুভি আমাদের জাতি কে উপহার দিবে। এতো হতভাগা আমরা।
এছাড়া আছে নরনাম গ্রাফিক্সের সেক্টর। যতদিন ডেস্কটপ আর ওয়েব আছে , গ্রাফিক্স ছাড়া তারা অচল। নরমাল গ্রাফিক্সে ডিজাইন ছাড়াও আছে বিভিন্ন অডিও প্রোডাশন, ভিডিও প্রোডাকশনের কাজ, আছে ইঞ্জিনিয়ারিং এবং টেকনিক্যাল ডিজানিংয়ের কাজ।
আর কোন কিছু বলবো না আজ। এই প্রোগামিং , এনিমেশন গ্রাফিক্স, এবং নরলাম গ্রাফিক্সে ই শতশত শাখা প্রশাখা ছরিয়ে আছে নিজেকে গড়ে তোলার জন্য। যেটার জন্য নিজেকে উপযুক্ত মনে হয় সেটা নিয়ে আজ ই যাপিয়ে পরা উচিত আমাদের। যদি ২ টা কেই ভালো লাগে। ২ টা নিয়ে পড়াশোনা করা উচিত। পরবর্তিতে যেটাকে নিজের যোগ্য অথবা ক্রিয়েটিভিটি পাবেন সেটাকেই আকড়ে ধরুন।আর, আগেই বলেছি , ক্যারিয়ার কখন কোন দিকে মোড় নিবে বোঝা দায়।
সবচেয়ে গুরুত্তপূর্ন কথা যেটা, উদ্দ্যেম ধরে রাখুন, আজ হঠাৎ কি মনে হলো, কিছু জিনিস নিয়ে ঘাটাঘাটি করে কিছু জিনিস জানলাম , কাল ও সেটা করুন। বন্ধ করে দিবেন না। আপনার সফলতায় ভাটা পরবেই। সোনার হরিন এর জন্য তো একটু ধর্য্য ধরতেই হবে। হোন না ব্যর্থ, আবার জেগে উঠুন। ব্যর্থতাকে পুজি করে সামনের দিক ঠিক করুন।
সকলের সকল দিকে সফলতা কামনা করে বিদায় নিচ্ছি।


From