বন্ধ করে রাখা সব ওয়েব সাইট ব্রাউজ করার জন্য।

Monday, 31 October 2011
আমাদের দেশে অনেক সময় দেখা যায় যে  অনেক ওয়েব সাইটে ঢুকতে পারিনা কারণ আমাদের দেশের সরকার বন্ধ করে রাখে যেমন এক সময় Facebook বন্ধ করে রেখেছিলো । এই কথা জানেনা খুব কম লোকই । সে সময় কিন্তু আমাদের দেশে অনেকেই ব্যবহার করতো বিভিন্ন উপায়ে । তো আমি আজ আপনাদের সাথে এমন একটা  ব্রাউজারের পরিচয় করিয়ে দেব যা দিয়ে সহজে আমাদের দেশের বন্ধ থাকা ওয়েব সাইট ব্যবহার করতে পাররে।
এখানে ক্লিক করে সফটওয়ারটা ডাউনলোড করে নিন ।
ডাউনলোড হয়ে গেলে সফটওয়ারটির উপর ডাবল ক্লিক করুন এবং লোকেশনটা দেখিয়ে Extract করুন কমপ্লিট হলে যেখানে লোকেশনটা দেখিয়ে দিয়েছেন সেখানে যান Tor Browser নামে একটা ফেডার আছে ওর ভিতর থেকে Start Tor Browser ক্লিক করুন। এবং উপভোগ করুন ।

0 comments:

Post a Comment