অনলাইনে CV তৈরী

Sunday, 16 October 2011
বর্তমান চাকুরীর বাজারের অবস্থা আমাদের সবারই জানা। যে যত স্মাটনেস থাকে তাকেই বেশি মূল্যায়ন করা হয়। এ ক্ষেত্রে চেহারার ছুরত থেকে শুরু করে, কাপড় পড়ারর ধরন এমনকি আপনার কথা বলার ধরনকেও বিবেচনা করা হয়। আসলে শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তবতা। আর করা হবেই না বা কেন? সবাই সবসময় ভাল জিনিসটাকেই খুঁজে। তেমনি আরেকটি গুরুপ্তপূর্ণ বিষয় আকর্ষনীয় সিভি বা জীবন বৃত্তান্ত। অনেকেই কিভাবে সিভি তৈরী করতে হয় তাও জানে না। কিন্তু একটা বিষয় ভেবে দেখেছেন বর্তমান সময়ের উপরের সবগুরো ব্যাপার কনসিডার করার আগে নিয়োগ কর্তা আপনার সিভি টাকেই আগে মূল্যায়ন করেন তার পরে, ইন্টাভিউ এর ডাক দেন। কি ভুল বললাম নাকি? ;)
থাক, আর বেশি না বলে আসল কথা আসি। আমি যে ভিসুয়্যাল সিভি সাইটটি শেয়ার করছি তা হয়তো অনেকেই জানে। কিন্তু জানার মাঝেই জানা শেষ। সাইটটির বৈশিষ্ট্য হয়ে হচ্ছে। কয়েকটি ধাপ এর মাধ্যমেই আপনি একটি ভালমানের এবং টেক্ট, পিডিএফ এবং প্রিন্টেড ভার্সন সিভি তৈরী করতে পারবেন।
চলুন এবার শুরু করি: ১. রেজিস্টার করতে এই লিঙ্কে প্রবেশ করুন। ২. তারপর ইমেল কনফার্ম করে নিন। লগ ইন করুন। ৩. নিচের মত প্রথম ধাপ অনুসরন করে Account Information এর তথ্য প্রদান করুন।
৪. এবার দ্বিতীয় ধাপে আপনার সিভিতে(Start your VisualCV অংশে) যা যা তথ্য প্রয়োজন তা প্রদান করুন।
৫. এবার তৃতীয় ধাপে Done পেজ এ Enhance My VisualCV.
৬. এবার হোম পেজ থেকে ছবিতে দেখানো Edit অপশন এ গিয়ে নিজের যোগ্যতা অনুসারে সকল তথ্য ইনপুট করুন।
Edit অপশনে যা যা যুক্ত করতে পাবেনঃ • Portfolio, • Objective, • Work History, • Education, • Summary, • Skills, • Interests, • Certifications, • Clearness.
বর্তমান চাকুরীর বাজারের অবস্থা আমাদের সবারই জানা। যে যত স্মাটনেস থাকে তাকেই বেশি মূল্যায়ন করা হয়। এ ক্ষেত্রে চেহারার ছুরত থেকে শুরু করে, কাপড় পড়ারর ধরন এমনকি আপনার কথা বলার ধরনকেও বিবেচনা করা হয়। আসলে শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তবতা। আর করা হবেই না বা কেন? সবাই সবসময় ভাল জিনিসটাকেই খুঁজে। তেমনি আরেকটি গুরুপ্তপূর্ণ বিষয় আকর্ষনীয় সিভি বা জীবন বৃত্তান্ত। অনেকেই কিভাবে সিভি তৈরী করতে হয় তাও জানে না। কিন্তু একটা বিষয় ভেবে দেখেছেন বর্তমান সময়ের উপরের সবগুরো ব্যাপার কনসিডার করার আগে নিয়োগ কর্তা আপনার সিভি টাকেই আগে মূল্যায়ন করেন তার পরে, ইন্টাভিউ এর ডাক দেন। কি ভুল বললাম নাকি? ;)
থাক, আর বেশি না বলে আসল কথা আসি। আমি যে ভিসুয়্যাল সিভি সাইটটি শেয়ার করছি তা হয়তো অনেকেই জানে। কিন্তু জানার মাঝেই জানা শেষ। সাইটটির বৈশিষ্ট্য হয়ে হচ্ছে। কয়েকটি ধাপ এর মাধ্যমেই আপনি একটি ভালমানের এবং টেক্ট, পিডিএফ এবং প্রিন্টেড ভার্সন সিভি তৈরী করতে পারবেন।
চলুন এবার শুরু করি: ১. রেজিস্টার করতে এই লিঙ্কে প্রবেশ করুন। ২. তারপর ইমেল কনফার্ম করে নিন। লগ ইন করুন। ৩. নিচের মত প্রথম ধাপ অনুসরন করে Account Information এর তথ্য প্রদান করুন।
৪. এবার দ্বিতীয় ধাপে আপনার সিভিতে(Start your VisualCV অংশে) যা যা তথ্য প্রয়োজন তা প্রদান করুন।
৫. এবার তৃতীয় ধাপে Done পেজ এ Enhance My VisualCV.
৬. এবার হোম পেজ থেকে ছবিতে দেখানো Edit অপশন এ গিয়ে নিজের যোগ্যতা অনুসারে সকল তথ্য ইনপুট করুন।
Edit অপশনে যা যা যুক্ত করতে পাবেনঃ • Portfolio, • Objective, • Work History, • Education, • Summary, • Skills, • Interests, • Certifications, • Clearness.

0 comments:

Post a Comment