খুব সহজে ওয়েব পেজকে PDF এ পরিণিত করা

Saturday, 29 October 2011
কিভাবে  খুব কম সময়ে খুব সহজে কিভাবে ওয়েব পেজ কে PDF এ পরিণিত করা যায় । এই কাজ টি সফ্টওয়্যার এবং বিনা সফ্ট্ওয়্যার দ্বারা করা যায়।
টিপস -১
আগে এখান থেকে সফ্টওয়্যারটি ডাউনলোড করে নিন। এবং install করে টুলবারটি এনাবল করুন।(view মেনু তে ক্লিক করে টুলবার এ যান পাশের লিষ্ট থেকে pdf forge enable)
এখন আপনার যে ওয়েব পেজটি পছন্দ বা  PDF করতে চান সেটা ওপেন অবস্থায় উপরের  চিন্হিত অংশে ক্লিক করুন। next  বাটনে ক্লিক করে। আপনি যে লোকেশনে  save করতে চান সেখানে  save  করুন।
টিপস -২
আপনি  যদি গুগলক্রোম ব্যবহার করে থাকেন তাহলে আপনাকে কোন সফ্টওয়্যার  ব্যহার করতে হরে না। আপনি সফ্টওয়্যরি ছাড়াই  PDF করতে  পারবেন। গুগলক্রোম দিয়ে যে পেজ PDF করতে চান সেটা ওপেন অবস্থায়  Ctrl +P  চাপুন।

এবং ডান পাশ্বের ওয়েব পেজের উপর রাইট বাটিনে ক্লিক করে  Save as  এ ক্লিক করুন। Save as  type   এ PDF সিলেক্ট করে সেব করুন।
এই ভাবে করলে ডকুমেন্ট এর সাইজ টা একটু বড় হয়।

0 comments:

Post a Comment