(প্রোফেসনাল কিছু হ্যাকিং সফটওয়্যার নিয়ে টিউন)পিসি হ্যাক করে চুরি করুন সব ধরনের পাসওয়ার্ড । *3xtreme hacking Tune* [part-3]

Saturday, 17 March 2012

আজকে যে ট্রাজোন ভাইরাস নিয়ে টিউন লিখব তা হল “Maya Password Stealer” । এটি একটি অনেক শক্তিশালি প্রোফেসনাল হ্যাকিং সফটওয়্যার  । তাই না জেনে কোন কিছু করতে যাবেন না। আর কাজ করার সময় খুব সতর্ক থাকবেন।

এটি নিয়ে কাজ করার আগে সবার প্রথমে আপনার পিসির এন্টিভাইরাসের প্রোটেকশন disable বা টোটালি অফ করুন।

এখানে ক্লিক করে ডাউনলোড করে নিন

ডাইনলোডকৃত ফাইলটি Extract করুন। পেয়ে যাবেন কাংক্ষিত সফটওয়্যার। এই সফটওয়্যারটি নিয়ে একটু সাবধানে কাজ করতে হবে, কারন কিছু না জেনে কাজ করলে আপনার নিজের পিসিরই ক্ষতি হয়ে যেতে পারে।
এটি দিয়েও অন্যের অ্যাকাউন্ট এর পাসওয়ার্ড হ্যাক করা হয় একটি ট্রোজান ভাইরাস  সৃস্টির মাধ্যমে। Maya Password Stealer দিয়ে বানানো ভাইরাস যেকোনো মূল্যে ভিকটিম আর পিসি তে রান করাতে হবে।
১। প্রথমে Editor.exe ফাইলটি চালু করুন।নিচের ছবির মত আসবে ।
২। এখন  “Ras Password“,  “Grab IE Urls“,  “ActiveX Startup” ঘর গুলোতে টিক(mark) দিন। এগুলো হল প্রোগ্রাম টি কি কি কাজ করবে।
৩। এখন আপনি কিভাবে ভিকটিম এর পাসওয়ার্ড (password) পেতে চান? ওখানে তিন টি অপশন আছে, ” Mail Delivery,  PHP DeliverySave Locally” আপনারা জেভাবে ভিকটিম এর তথ্য পেতে চান ওই ঘরে টিক (মার্ক) দিন। আমার মনে হয় Mail Deliveryই বেশি ভাল। তাহলে আপনার ইমেইল-এ সব পেয়ে যাবেন।  তাই Mail Delivery তে টিক দিতে পারেন।
৪।  এখন আপনি ” Recipient Email” এ আপনার ইমেইল অ্যাড্রেস টি লেখেন। অর্থার আপনি ইমেইল এ notification পেতে চান ওই ইমেইল অ্যাড্রেস লিখবেন।
তারপর  “From Email”এ যেরকম আছে সে রকম ই থাক। কোন পরিবর্তন করা দরকার নাই।
৫।   এখন Clear Saved Passwods Ech (…) Startups” এ 0 অথবা ১,২,৩ আপনার যা ইচ্চা লিখতে পারেন। তবে ০ দিলে বেশি লাভ হয়। এটা হল কত বার স্টার্ট হলে পাসওয়ার্ড পরিবর্তন হবে।
তারপর “File Name” -এ একটি ভাল নাম লিখুন যাতে ভিকটিক  এই ফাইলটার প্রতি আগ্রহ বেশি হয়। আপনি ইচ্চা করলে xxx দিতে পারেন। যার জন্য চিকটিম খুব সহজেই ক্লিক কর থাকবে।
এবং “StartUp Key” এ লিখুন error । তাহলে ভিকটিম বুজবে পিসির কোন ফাইল error। আর ভিকটিম বুজবে-ই না যে তাঁর পিসিতে কোন সমস্যা হয়েছে।

৬। এখন কাজ শেষ। এখন শুধু Createএ ক্লিক করে বানিয়ে ফেলুন ভাইরাস ফাইল অর্থাৎ ট্রোজান সার্ভার। এটিকে আবার সেভ করুন।  Createএ ক্লিক করার পর Ok করুন। এখন দেখুন আপনার extract করা ফোল্ডার এ একটি নতুন ফাইল অ্যাড হয়েছে।। অর্থাৎ যে ফোল্ডার থেকে আপনি Editor.exe রান করেছেন ওই ফোল্ডার এ একটি নতুন ফাইল অ্যাড কয়েছে। এটি-ই হল আপনার বানানো কাংক্ষিত ভাইরাস ফাইল।
undefined

৭।  এখন ফাইলটি দেখুন নিচের ছবির মত।

৮।  এখন ফাইল টিকে জিপ করে মেইল করে পাঠিয়ে দিন ভিকটিম এর কাছে। আপনাদের আমি  ৫০০ million ইমেইল অ্যাড্রেস দিলাম। এখন ইচ্চা মত মেইল করুন। [ আপনার বানানো ফাইল টি-তে ক্লিক করবেন না।]
ভিকটিম অ্যাটাক হওয়ার কিছু দিনের মধ্যে আপনার ইমেইল-এ মেইল আসবে। আর ওখানে পেয়ে যাবেন ভিকটিম আর সব তথ্য।
এইটা হল Maya Password Stealer নিয়ে মটামটি একটা টিউন ।

0 comments:

Post a Comment