টিউন টি পূর্বে www.earnhelp.com এ প্রকাশিত
বাংলাদেশে অনলাইনে যারা কাজ করেন তারা আসলেই জানেন একটি ভেরীফাই পেপ্যাল কতটা জরুরী। আমি আজ সহজে কিভাবে একটি ভেরীফাইড পেপ্যাল আইডি পেতে পারেন সে ধরেনের একটি ট্রিকস সম্পর্কেই আমার এই পোস্টে বলব। তো আসুন শুরু করা যাক। ছবিগুলো বোঝা না গেলে এখানে দেখতে পারেন। প্রথমেই এই লিংকে গিয়ে ছবির দেখানো অংশে ক্লিক করে একটি একাউন্ট ওপেন করুন।
এরপর ফেক নেম জেনারেটরের সাহায্যে অথবা নিজে নিজেই কোন ইউএস নাম দিন। সাথে ইউএস কোন ঠিকানা সার্চ করে দিয়ে দিন, কোন কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ঠিকানা দিতে পারেন।
এরপর আপনার পেশা সম্পর্কিত তথ্য দিন। সাধারন টাইপের দিলেই হবে। আর পরের প্রশ্নগুলোর উত্তর no সিলেক্ট করে দিন।
এবার একটি পেপ্যাল একাউন্ট খুলে তাতে ভেরীফাই এ ক্লিক করুন এবং ব্যাংক ভেরীফাই অপশনটি বেছে নিন। রাউটিং নাম্বারের ঘরে ২৫৬০৭২৬৯১ দিন আর একাউন্ট নাম্বারের ঘরে সংগৃহীত একাউন্ট নাম্বারটি দিয়ে কন্টিনিউ করুন।














0 comments:
Post a Comment