ভিজিটরের দেশ, আই.পি এড্রেস, ব্রাউজার, অপারেটিং সিস্টেম সম্পর্কে জানুন একটি টুলবার দিয়ে

Sunday, 5 February 2012

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন ।। আজ আপনাদের সামনে হাজির হলাম একটি ব্লগার ট্রিক্স নিয়ে ।।আপনাদের সবার ব্লগ বা সাইটেই কম বেশী লাইভ ভিজিটর উইডগেট আছে কিন্তু আজ আপনাদের দেখাব কিভাবে ব্লগে একটি টুলবারের সাহায্যে ভিজিটরের দেশ, আই.পি এড্রেস, ব্রাউজার, অপারেটিং সিস্টেম সম্পর্কে জানতে পাবেন ।।

১. প্রথমে আপনাকে এই ওয়েবসাইটে যেতে হবে ।। এবার খনিকটা নিচে যান ।।

 ২ .এখানে থামুন এবং নিচে ছবিতে দেয়া স্থানে ক্লিক করুন ।।

৪.এবার নতুন একটি পেজ আসবে এবং আপনি আপনার ই-মেইল, ইউজার নেম ও পাসওয়ার্ড  দিয়ে ও নির্দেশিত কাজ গুলো করে   রেজিস্ট্রেশন করুন ।।

৫.এবার যে নতুন পেজ আসবে সেখান থেকে আপনি যা নিতে চান সেটার উপর ক্লিক করুন ।।

৬. এবার যে নতুন পেজ আসবে সেখানে আপনি একটি জাভাস্ক্রিপ্ট কোড পাবেন তা কপি করুন ।।

৭.এবার আপানার ব্লগ একাউন্টে বা সাইটের এডমিন প্যানেলে লগ ইন করুন ।।

৮.এবার ড্যাসবোর্ডের(DeshBoard) ডিসাইন(Design) টাব সিলেক্ট করুন ।।

৯.পেইজ এলিমেন্টে(Page Element) গিয়ে এড এ গেজেট(Add a Gadget)  সিলেক্টকরুনঃ

১০. এড এ গেজেট(Add a Gadget) অপেন হলে Html /JavaScript সিলেক্ট করুনঃ

১১.এবার আপনার কপি করা কোড টুকু ( যে কোড টুকু আপনি প্রথম সাইটে পেয়েছেন) Html/JavaScript বক্সে কোড টুকু কপি করে পেস্ট করুনঃ

১২.এবার Save বাটনে ক্লিক করুন ।। এবার আপনার সাইটটি দেখুন ।।

0 comments:

Post a Comment