উইন্ডোজে উবুন্টূ ইন্সটলেশন

Thursday, 9 February 2012

আগের পোষ্টে উবুন্টু কি এবং এর কি কি অংশ আছে তা নিয়ে আলোচনা করেছিলাম।এবার এর ইন্সটলেশন পদ্ধতি

ডাউনলোড

যদি সিডি না কিনে ডাউনলোড করতে চান তবে এই অংশটি আপনার জন্য।আমি উবুন্টু বাংলাদেশ মিরর সাইটের ডাউনলোড লিংক দিলাম। এই লিঙ্কে ক্লিক করে ডাউনলোড শুরু করুন।
ভার্শনঃ ১১.১০ অনেরিক
উবুন্টু ডাউনলোড
তবে এটা উইবি এর ইন্সটলেশন ফাইল।মানে উইন্ডোজ এর সাথে সেটাপ দেয়ার জন্য।কেউ যদি হার্ড্রাইভ পার্টিশন করে সেটাপ দিতে চান তাহলে আইএসও ফাইল তা ডাউনলোড করতে পারেন।সেক্ষেত্রে আপনাকে ডাউনলোড করা ফাইল টা একটা ডিস্কে বার্ন/রাইট করে বুট করে ইন্সটল করতে হবে।তবে আমি সেটা নিয়ে আলোচনা করবো না।তাই শুধু ডাউনলোড লিংক দিলাম
এটা উবুন্টূ ১১.১০ এর আই এস ও ফাইলের টরেন্ট ডাউনলোড লিংক
বাজারে উবুন্টুর ডিস্ক কিনতে পাওয়া যায়।আপনি সেটাও নিতে পারেন।কারো যদি সরাসরি উবুন্টু সাইট থেকে ডাউনলোড করা ফাইলের ডিস্ক দরকার হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন।
যদি আপনি ডিস্ক কিনে থাকেন তাহলে সেটা অটোরান করুন।আর ডাউনলোড করা হলে wubi.exe ফাইল টা তে ডাবল ক্লিক করুন।
এবার উইন্ডোজ সেভেন ব্যবহার কারীরা এমন একটা উইন্ডো পাবেন।
ইউজার এক্সেস কন্ট্রোল
ইউজার এক্সেস কন্ট্রোল
কন্টিনিউ করে সামনে আগান।এবার নিচের মতো একটা উইন্ডো পাবেন।খেয়াল করুনঃ
উবুন্টু ইন্সটলেশন
উবুন্টু ইন্সটলেশন
Installation Drive: আপনি কোন ড্রাইভে সেটাপ দিতে চান।
language: আপনি কোণ ভাষায় সেটাপ দিতে চান।ইংরেজি অবশ্যই।
Installation Size: আপনি কতো সাইজে ইন্সটলেশন করতে চান?আমার পরামর্শ হলো যতো টা বেশি আপনার জন্য সম্ভব দিন।সর্বনিম্ন দেয়া যায় ৩ জিবি।তবে আমি বলবো ৫ জিবির কম দেবেন না।
Username: আপনার সেফটির জন্য এখানে একটি ইউজারনেম দিন
DeskTop Environment :এখানে আপনাকে উবুন্টুর বেশ কিচু ডেক্সটপ ইনভার্মেন্ট থেকে যে কোন একটি বেছে নিতে হবে।ডিফল্ট উবুন্টু এবং আমি সেটাই ব্যবহার করতে পরামর্শ দেবো।
Password: আপনার পছন্দের পাসওয়ার্ড দিন।এটা পরবর্তিতে উবুন্টু চালানোর সময় দরকার পরবে।তাই মনে রাখুন
এবার install এ ক্লিক করুন।

ইন্সটলেশন

যারা নেট থেকে wubi.exe ডাউনলোড করেছেন তাদের এখন মূল উবুন্টু ডাউনলোড করতে হবে।এটা উবুন্টু ইন্সটলেশন সিস্টেম নিজেই করবে।
উবুন্টু ডাউনলোড এবং ইন্সটল
উবুন্টু ডাউনলোড এবং ইন্সটল
ডাউনলোড সাইজঃ ৭০০ মেগাবাইট। যাদের বাসায় ইউপিএস কিংবা আইপিএস নাই তাদের রিকমান্ড করবো সিডি টা ব্যবহার এর জন্য।সবাইকে ভরসা করা যায়।ইলেক্ট্রিসিটিকে না :D
যারা সিডি থেকে ইন্সটল করবেন তাদের এই প্রসেস কয়েকমিনিটে শেষ হবে।

ফিনিশিং

শেষ হলে নিচের মতো একটা উইন্ডো পাবেন।
ইন্সটলেশন শেষ
ইন্সটলেশন শেষ
এখন reboot now সিলেক্ট করে ফিনিশে ক্লিক করুন।ক্লিক করার আগে আপনার পিসিতে চলা যে কোন ধরনের কাজ সেভ করে রাখুন কারন এখন পিসি রিষ্টার্ট নেবে।
চলুন এন নতুন জগতে,ওপেন সোর্স ওয়ার্ল্ডে আপনাকে স্বাগতমঃ
আর অল্প কিছু কাজ বাকি আছে।তাহলেই চালু হয়ে যাবে আপনার উবুন্টূ।রিষ্টার্ট এর পর এমন একটা অপশন পাবেনঃ
বুট অপশন
বুট অপশন
এর পর থেকে আপনি যতো বার কম্পিউটার চালু করবেন ততোবার এমন অপশন পাবেন।উপরে থাকবে উইন্ডোজ নিচে উবুন্টু।যেটা সিলেক্ট করবেন সেটা চালু হবে।আপাতত আমরা উবুন্টু সিলেক্ট করবো কারন ইন্সটলেশন এর কিছু কাজ এখনো বাকি আছে।
এখন উবুন্টু চালু করার পর বাকি ইন্সটলেশন হবে।৫-৮ মিনিটের বেশি লাগে না।এখানে আপনাকে সময় ঠিক করে দিতে হবে
টাইম সেটাপ
টাইম সেটাপ
এবার আপনি কি ধরনে কীবোর্ড লেয়াউট চান সেটা ঠিক করে দিন।
কীবোর্ড লেয়াউট সেটাপ
কীবোর্ড লেয়াউট সেটাপ
বাম দিক থেকে ENGLISH(US) সিলেক্ট করুন।এবং ডান দিকে প্রথমে আসবে ENGLISH(US) সেটা সিলেক্ট করে কন্টিনিউ করুন।
নিচের এটা একটা অপশনাল সেটিংস।সব দেশের ক্ষেত্রে আসে না।কারো আসলে দেখে নিতে পারেন।আমার অবশ্য আসে নাই।এটাকে বরং ইগনর করুন।
আপনার পরিচয়
আপনার পরিচয়
এবার উবুন্টু আপনাকে তার ফিচার সম্পর্কে ধারনা দেবে।চাইলে দেখতে পারেন।নাহলে রান্না ঘরে গিয়ে এক মগ ধূমায়িত কফি বানাতে পারেন।আমি প্রথম বার দেখেছিলাম।এখন এটা আসলে মোবাইল এ গেম খেলি :P
ফিচার লিষ্ট
ফিচার লিষ্ট
আপনার কর্তব্য প্রায় শেষ।এবার দেখুন নিচের এটা আসছে কিনা?আসলে রিষ্টার্ট দিন আর উপভোগ করুন ওপেন সোর্স এর সৌন্দর্য্য।
শেষ ধাপ
শেষ ধাপ

এবার রিষ্টার্টের পর বুট মেনু থেকে উবুন্টু চালু করলে নিচের মতো একটা স্ক্রিন আসবে
লগিন প্যানেল
লগিন প্যানেল
এখানে RED লেখা জায়গাটায় আপনার নাম দেখাবে।সেখানে ক্লিক করলে পাস ওয়ার্ডের ফিল্ড আসবে।ইন্সটলেশন এর সময় যে পাস ওয়ার্ড দিয়েছিলেন সেটা দিন।এবং প্রবেশ করুন ওপেন সোর্স ওয়ার্ল্ডে

0 comments:

Post a Comment