নতুন পাসপোর্টের আবেদন করেছেন ? অনলাইনে জেনে নিন আপনার পাসপোর্টটি তৈরী হয়েছে কি না ।

Tuesday, 7 February 2012

পাসপোর্টের অনলাইন ইনকোয়ারী সম্পর্কে। যারা নতুন পাসপোর্ট আবেদন করে আসছেন তারা এখন থেকে অনলাইনে ই দেখতে পারবেন আপনার পাসপোর্টটি তৈরী হয়েছে কি না। তাহলে দেখে নিন কিভাবে বুঝবেন আপনার পাসপোর্টটি তৈরী হয়ে গেছে। প্রথমে আপনাকে
নিচের লিংকটিতে ক্লিক করতে হবে।
http://www.immi.gov.bd/passport_verify.php
তার পর নিচের মত একটি পেইজ আসবে। ঠিক দিয়ে দেখানো যায়গায় আপনার পাসপোর্ট আবেদনের রিসিট কপি থেকে লাল কালি দিয়ে দেখানো সর্ব শেষ ৫টি ডিজিট টাইপ করুন। এবং Date of Birth জন্ম তারিখ টি দিন। তার পর Submit এ ক্লিক করুন। আশা করি আপনার তথ্যটি পেয়ে যাবেন।
undefined

1 comments:

Unknown at: 10 August 2012 at 10:09 said...
This comment has been removed by the author.

Post a Comment