নিজেই বানান ফেসবুক টাইমলাইনের কভার পেজ।

Wednesday, 15 February 2012
আকর্ষণীয় কভার পেজ বানাতে এই লিঙ্কে চলে জান।
নীচের মত ছবিটি দেখতে পারবেন। নিচে ক্রমিক নাম্বার হিসাবে বর্ণনা দেওয়া হলঃ






১. Upload Background এর মাধ্যমে পিছনে একটি ব্যাকগ্রউন্ড ছবি যোগ করতে পারবেন।
২. Upload Photo এর মাধ্যমে আপনার প্রোফাইল পিকচার যেটা দিতে চান সেই ছবি বা অন্য স্থানে ছবি যোগ করতে চাইলে তা যোগ করতে পারবেন।
৩. এর মাধ্যমে যেকোনো ছবিকে মুভ করানো, লেখালেখি করা, মুছা, ড্রয়িং করা ইত্যাদি করা যাবে।
৪. এর মাধ্যমে ফন্ট, ফন্ট সাইজ, ফন্ট কালার ইত্যাদি পরিবর্তন করা যাবে।
৫. এর মাধ্যমে ব্যাকগ্রাউন্ড মুছা, ছবি মুছা, আনডু করা যাবে।
৬. এর মাধ্যমে ছবির Contrast, Brightness, Saturation, Hue ইত্যাদি পরিবর্তন করা যাবে।
৭. এর মাধ্যমে বিভিন্ন গ্রাফিকাল ছবি দেওয়া যাবে যা ওই সাইটেই রয়েছে। প্রতিটি গ্রাফিক্স এর একটি ID রয়েছে তা কপি করে এখানে বসিয়ে add graphics এ ক্লিক করলেই গ্রাফিক্সটি যোগ হয়ে যাবে।
৮. এটার মাধ্যমে আপনি শুধু আপনার প্রোফাইল পিকচারটি সেভ করতে পারবেন। যেমন আমার শুধু প্রোফাইল পিকচার হল নীচের অংশটুকু।
৯. সব শেষে আপনার কভার পেজটি সেভ করুন।


ব্যাস এবার ফেসবুকে গিয়ে প্রোফাইল পিক ও কভার পেজ Upload  করুন।

0 comments:

Post a Comment