ইন্টারনেটে টাকা আয়,কিছু সাবধানতা অবলম্বন করুন,সচেতন হোন!

Tuesday, 7 February 2012

ইন্টারনেটে টাকা আয় করা যায় এটা আমরা সবাই কমবেশী জানি।এখানের ব্লগাররাও প্রতিদিন এ নিয়ে কিছু না কিছু পোষ্ট দিচ্ছেন।কেউ কেউ রেফারাল লিন্কও দিচ্ছেন।
*
*
*
*
*
আমার প্রবলেম সেখানে না ,কিন্তু কথা হচ্ছে অনেকে না জেনে প্রতারক (scam) sites এ জয়েন করছে।
ইন্টারনেটে হাজার হাজার টাকা আয়ের সাইট আছে,কিন্তু সমস্যা হলো কোনটা প্রতারক আর কোনটা আসল তা আপনি বুজবেন কিভাবে।
এসব প্রতারক সাইটে শুধু সময়েরই অপচয় হয়,আয় হয় না।আমিও প্রথমে এসবে চক্কর কেটেছি।পরে গুগলে সার্চ দিয়ে কিছু সাইট সম্বন্ধে জানতে পারি যারা প্রতারক সাইটগুলোর বিরুব্ধে কাজ করে যাচ্ছে, সবাইকে সচেতন করছে।
যেমন-http://www.gptboycott.com/
http://www.reviewstream.com
http://www.nairaland.com
http://www.scam.com/
এইসব সাইটে গেলে হাজার হাজার ফ্রড সাইটের লিষ্ট পাবেন,সেই সাথে প্রতারিত ইউজারের রিভিউ সহ।
এছাড়া ভাল ও বিশ্বাসযোগ্য টাকা আয়ের ওয়েবসাইট গুলার লিন্ক রিভিউ সহ পাবেন এই ওয়েবসাইট গুলোতে।
তবে সবচেয়ে ভালো হয় যদি আপনি গুগলে গিয়ে সার্চ বক্সে যে ওয়েবসাইট এর সম্বন্ধে জানতে চান তার নাম লিখে একটা স্পেস দিয়ে scam লিখে সার্চ দিন। ওই ওয়েবসাইট সম্পর্কে সব কিছু জেনে যাবেন। (আপডেট) 
আশা করি পোষ্টটি আপনাদের কাজে লাগবে।

0 comments:

Post a Comment